অনলাইন ডেস্ক, ১ নভেম্বর।। ফরাসি ক্লাব পিএসজির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি বলেছেন, তিনি আবারো তার পুরোনো ক্লাব বার্সেলোনায় ফিরতে চান। অবসরের পর ক্লাবটির টেকনিক্যাল সেক্রেটারি হিসেবে কাজ করার ইচ্ছা তার।
‘হ্যাঁ, আমি সব সময় বলেছি যে আমি যেভাবেই হোক ক্লাবকে সাহায্য করতে ফিরে আসতে চাই। ’- এভাবেই শৈশবের ক্লাব বার্সেলোনায় ফিরে আসার কথা বললেন পিএসজির আর্জেন্টাইন তারকা মেসি।
এবারের গ্রীষ্মে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি দেন মেসি। কাতালান ক্লাব ছাড়ার কয়েক মাসের মধ্যেই মেসি ক্লাবটির প্রতি ভালোবাসার কথা পুনর্ব্যক্ত করলেন।
স্পোর্তকে মেসি আরো বলেন, ‘ক্লাবটির ভালো করায় আমি দরকারি হতে চাই এবং সাহায্য করতে চাই। আমি টেকনিক্যাল সেক্রেটারি হতে চাই, কিন্তু আমি জানি না এটা বার্সেলোনায় হবে কিনা। ’
মেসি বলেন, ‘আমি যা পারি, তা ক্লাবকে দিতে ফিরে আসতে চাই। কারণ আমি বার্সেলোনাকে ভালোবাসি। আমি তাদের ভালো করায়, এগিয়ে যাওয়ায় এবং বিশ্বের সেরাদের মধ্যে থাকায় অবদান রাখতে চাই। ’