ত্রিপুরার কাঠাল ও লেবু বিদেশে পৌছে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ আগস্ট।।ত্রিপুরার আনারসের সুখ্যাতি শুধু দেশে নয়, বিদেশেও ছড়িয়ে পড়েছে| এখন ত্রিপুরার বিখ্যাত কাঠাল ও লেবু সারা দেশে, এমনকি বিদেশেও পৌছে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার| তাই, নিরাম্যাক-কে আগামী ৭ দিনের মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক বাজার দখলে পরিকল্পনা নিয়ে প্রস্তাব দিতে বলেছে ডোনার মন্ত্রক|

এ-বিষয়ে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন সংক্রান্ত মন্ত্রকের (ডোনার) স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ড: জিতেন্দ্র সিংহ বলেছেন, ভারতের কোভিড-১৯ পরবর্তী অর্থনীতিতে উত্তর পূর্বাঞ্চলের কৃষিক্ষেত্র গুরুত্বপূর্ণ ভুমিকা নেবে। নর্থ ইস্টার্ন রিজিওনাল এগ্রিকালচার মার্কেটিং কর্পোরেশন লিমিটেডের(নিরাম্যাক) আধিকারিক এবং কৃষক গোষ্টির সঙ্গে আলোচনাকালে ড: জিতেন্দ্র সিংহ বলেন, দেশের একাধিক বানিজ্য প্রতিষ্ঠান উত্তর-পূর্বাঞ্চলের বিস্তৃত কৃষি ও খামারজাত সামগ্রী উত্পাদনের বিষয়ে উত্সাহী। এই সুযোগ হাতছাড়া করা যাবে না।

তিনি বলেন, এই অঞ্চলে ফলের নির্যাস এবং ফলের রসের একাধিক শিল্প গঠনের লোভনীয় প্রস্তাব আসছে। এই প্রস্তাবগুলি দ্রুত রূপায়ণ করতে হবে।ড: জিতেন্দ্র সিংহ নিরাম্যাক-কে লাভজনক প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। কোভিড পরবর্তীকালে এই অঞ্চলের অনন্য উত্পাদন, দেশের অন্যান্য অঞ্চলে বিক্রি করার ওপর বিশেষ জোর দিয়েছেন।

আগামী এক সপ্তাহের মধ্যে এই বিষয়ে পরিকল্পনা করার পরামর্শ দিয়েছেন তিনি।ড: সিংহ বলেন, এই গুরুত্বপূর্ণ সময়ে কৃষকদের পাশে দাঁড়ালে তা নিরাম্যাক, কৃষক গোষ্টী, উত্তর-পূর্বাঞ্চল এবং গোটা দেশের ক্ষেত্রেই উত্সাহব্যাঞ্জক হবে। প্রত্যেক স্তর থেকেই যখন উত্তর পূর্বাঞ্চলের কৃষিক্ষেত্রের উন্নয়নে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, তখন কোভিড পরবর্তী ভারতের অর্থনীতি পুনর্গঠনে নিশ্চিতভাবে সাহায্য করবে।

তিনি বলেন, এই অঞ্চলের তাজা ও ভিন্নধরনের ফলের প্রাচুর্য এবং অন্যান্য অনন্য কৃষিজাত সামগ্রী,যেমন কালো চাল ইত্যাদি যদি নিরাম্যাক তুলে ধরে তাহলে এই অঞ্চলের কৃষকদের আয় বৃদ্ধি পাবে। পাশাপাশি তিনি লকডাউনের সময় কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য নিরাম্যাকের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি তাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন।

২০১৮-১৯ অর্থবর্ষে নিরাম্যাকের ২ কোটি টাকার টার্নওভার থেকে ২০১৯-২০ অর্থবর্ষে টার্নওভার ২০ কোটি টাকায় উন্নীত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। আগামী ৫ বছরে ২০০ কোটি টাকার লেনদেনের লক্ষ্যমাত্রা পূরণের আহ্বান জানান তিনি।নিরাম্যাক-র আগরতলায় আঞ্চলিক অফিসের ভারপ্রাপ্ত আধিকারিক রাহুল ভট্টাচার্য বলেন, ত্রিপুরার আনারসের সুখ্যাতি ইতিমধ্যেই দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে|

এখন কাঠাল ও লেবু সারা দেশে বিক্রির ব্যবস্থা করার পরিকল্পনা নিতে হবে| দেশের বাজার দখলে সুনির্দিষ্ট প্রস্তাব তৈরি করে কেন্দ্রের পাঠানোর নির্দেশ মিলেছে| সে মোতাবেক ৭ দিনের প্রস্তাব তৈরি করে পাঠানো হবে|

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?