স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ আগস্ট|| দেশের সম্ভাবনাময় ১২৪টি জেলায় ত্রিপুরার ধলাই জেলা শিক্ষা ক্ষেত্রে যথেষ্ঠ ভাল স্থান অর্জন করেছে| ফলে, অতিরিক্ত ৩ কোটি টাকা প্রাপ্তির যোগ্য হয়েছে| নীতি আয়োগের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অমিতাভ কান্ত ত্রিপুরার মুখ্য সচিব-কে পত্র বার্তায় ওই সংবাদ জানিয়েছেন| একই পত্র তিনি ধলাই জেলায় জেলা শাসক এবং কেন্দ্রীয় প্রভারী আধিকারিক-কেও পাঠিয়েছেন|
এ-বিষয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, সম্ভাবনাময় জেলা কর্মসূচির অন্তর্গত ধলাই জেলা কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় যথেষ্ঠ ভাল স্থান অর্জন করেছে| তাই, নীতি আয়োগ অতিরিক্ত অর্থ প্রদান করেছে| তিনি বলেন, নীতি আয়োগের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জনে ধলাই জেলা-র টিম-কে শুভেচ্ছা জানিয়েছেন|
সাথে মুখ্য সচিবকে ধলাই জেলা শাসক-কে প্রশংসাপত্র জারি করতে সুপারিশ করেছেন| শিক্ষামন্ত্রী বলেন, নীতি আয়োগের আধিকারিক-রা ২০১৯ সালের ডিসেম্বরে সমীক্ষা করেছিল| ধলাই জেলায় শিক্ষা ক্ষেত্রে গত দুই বছরে আমূল পরিবর্তন আনা হয়েছে| নতুন দিশা, সাধনা-প্রেরনা প্রকল্পে ছাত্রছাত্রী-রা দারুনভাবে উপকৃত হয়েছেন| তাই, ধলাই জেলায় শিক্ষা ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেছে, বলেন তিনি|