T20 World Cup: আফগানিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর এক জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের দুয়ারে পাকিস্তান

অনলাইন ডেস্ক, ৩০ অক্টোবর।। আফগানিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর এক জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের দুয়ারে পৌঁছে গেল পাকিস্তান।

শুক্রবার দুবাইয়ে সুপার টুয়েলভ পর্বে গ্রুপ-২ এর ম্যাচে আফগানদের ৫ উইকেটে হারায় পাকিস্তান। তিন ম্যাচের তিনটিতেই জিতে গ্রুপের শীর্ষে অবস্থান করছে বাবর আজমের দল।

পাকিস্তান তাদের পরের দুই ম্যাচ খেলবে নামিবিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে।

গ্রুপের অন্য দুই দল ভারত ও নিউজিল্যান্ড। যারা এখন পর্যন্ত একটি করে ম্যাচ খেলে একটিতেই হেরেছে।

সব মিলে ২০০৯ আসরের চ্যাম্পিয়ন পাকিস্তান টুর্নামেন্টে বেশ সুবিধাজনক অবস্থানে।

আফগানদের দেওয়া ১৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে রশিদ খানের করা ১৭তম ওভারের শেষ বলে বাবর আজম বোল্ড হন। ৪৭ বলে ৫১ রান করেন পাকিস্তান অধিনায়ক। নাভিন-উল-হকের পরের ওভারে ক্যাচ আউট হয়ে ফেরেন শোয়েব মালিক। ১৫ বলে ১৯ রান করেন তিনি।

শেষ ২ ওভারে ২৪ রানের সমীকরণ দাঁড়ায় পাকিস্তানের সামনে। করিম জানাতের করা ১৯তম ওভারটিতে চারটি ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করে দেন আসিফ আলি।

মাত্র ৭ বলে ৪ ছক্কায় ২৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন আসিফ। আফগানদের পক্ষে রশিদ খান সর্বাধিক ২ উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৭ রানের পুঁজি গড়ে আফগানিস্তান। অধিনায়ক মোহাম্মদ নবী ও গুলবাদিন নাইব অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে ৭১ রান যোগ করেন। দুজনের ব্যাট থেকে আসে অপরাজিত ৩৫ রান করে।

এর আগে পাকিস্তানি বোলারদের তোপে ৬ উইকেটে ৭৬ রানে পরিণত হয় আফগানিস্তান। ইমাদ ওয়াসিম সর্বাধিক ২ উইকেট নেন। ১টি করে উইকেট উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, হাসান আলি ও শাদাব খান। ম্যাচসেরা হয়েছেন আসিফ আলি।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?