স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ অক্টোবর।। কেন্দ্রীয় ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প প্রতিমন্ত্রী ভানুপ্রতাপ সিং ভার্মা উত্তর পূর্বাঞ্চল সফরে এসে আজ সকালে রাজ্যে এসে পৌঁছান।
তিনি রাজ্যে এসেই আগরতলার লিচুবাগানের ব্যাম্বু অ্যান্ড ক্যান ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে (বিসিডিআই) গিয়ে বাঁশের তৈরি বিভিন্ন সামগ্রী পরিদর্শন করেন। তিনি বিসিডিআই-এ মহিলাদের এক প্রশিক্ষণ শিবিরও পরিদর্শন করেন যেখানে মহিলারা বিভিন্ন ধরনের স্মারক ও দ্রব্য উৎপাদনের প্রশিক্ষণ নিচ্ছেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজ্যে বাঁশ শিল্পের প্রসারে সরকার যে উদ্যোগ নিয়েছে তার ভূয়সী প্রশংসা করেন।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ব্যাম্বু অ্যান্ড ক্যান ডেভেলপমেন্ট ইনস্টিটিউট পরিদর্শনের সময় সেখানে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট সেন্টার ফর টেকনোলজি অ্যাপ্লিকেশন অ্যান্ড রিসার্চ (এনইসিটিএআর) ডিরেক্টর জেনারেল ড. অরুণ কুমার শর্মা, বিসিডিআই-র আধিকারিক ড. অভিনব কান্ত, নর্থ ইস্ট সেন্টার ফর টেকনোলজি অ্যাপ্লিকেশন অ্যান্ড রিসার্চ-র উপদেষ্টা এম পি ভরদ্বাজ, এমএসএমই-র অধিকর্তা আর কে গিরি, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব ড. পি. কে গোয়েল, শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা তড়িৎ কান্তি চাকমা, খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন (কেভিআইসি)-র অধিকর্তা বিক্রম খান্ডেকার প্রমুখ। এরপর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ধলেশ্বরের খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশনের মধু প্রক্রিয়াকরণ ইউনিট প্রদর্শন করেন। এখানে খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এদিন এমএসএমই- ডিআই-র টুল রুম এবং কেকস অ্যান্ড বানস পিএমইজিপি ইউনিটও পরিদর্শন করেন। তারপর তিনি নন্দননগরে পটারি ক্লাস্টার পরিদর্শন করেন এবং সেখানে পারস্পরিক শিল্পীদের সাথে কথা বলেন।
শিল্পীরা আগে হাত দিয়ে মাটির জিনিস তৈরি করতো। কিন্তু কেভিআইসি-র আওতায় ১০ দিনের প্রশিক্ষণ নেওয়ার পর তারা এখন বৈদ্যুতিক মেশিন দিয়ে মাটির জিনিস তৈরি করছে এবং ফলে আগের তুলনায় বেশি টাকা উপার্জন করছে।