অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগকে কেন্দ্র করে হামলায় 8 জন আহত

স্টাফ রিপোর্টার, ফটিকরায়, ২৭ অগাস্ট ।। ফটিকরায় থানা এলাকার রাধানগর গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগকে কেন্দ্র করে পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। চারুবালা দেবনাথ নামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হেল্পার অবসর গ্রহণ করেছেন। চারুকলা দেবনাথ অবসর গ্রহণ করার পর অপর একজনকে হেলপার হিসেবে নিয়োগ করা হয়। তাতে ই বিপত্তি।

জানাযায় চারুবালা দেবনাথের পরিবারের তরফ থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জায়গা দান করা হয়েছিল।এক্ষেত্রে শর্ত ছিল পরিবারের একজনকে যতদিন পর্যন্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র থাকবে ততদিন পর্যন্ত হেলপার হিসেবে কাজের সুযোগ দিতে হবে।কিন্তু চারুবালা দেবনাথ অবসর গ্রহণ করার পর ওই পরিবারের কোন মহিলাকে হেলপার হিসেবে নিযুক্ত না করে অপর একজনকে হেলপার হিসেবে নিযুক্ত করা হয়।

তাতে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। বিষয়টি নিয়ে দফায় দফায় আলোচনা হলেও তা ব্যর্থ হয়। অবসরপ্রাপ্ত হেল্পার চারুবালা দেবনাথের পরিবারের লোকজন রা পরিবারের একজন সদস্যকে হেলপার হিসেবে নিযুক্ত করার দাবিতে অনড় রয়েছেন। এমনকি তারা তাদের দাবিতে অনড় থাকার পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিয়েছেন।

এই ঘটনার জেরে বুধবার রাত এগারোটা নাগাদ চারুবালা দেবনাথ এর বাড়িতে হামলা সংগঠিত করে নবনিযুক্ত হেলপারের আত্মীয়-পরিজনরা। হামলায় 8 জন আহত হন। এ ব্যাপারে ফটিকরায় থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার সংবাদ নেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনো টানটান উত্তেজনা বিরাজ করছে।

ফের যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। এলাকাবাসী এ ঘটনার জন্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের কর্মকর্তাদেরই দায়ী করেছেন। তাদের সঠিক পদক্ষেপ গ্রহণ না করার কারণেই এ ধরনের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। অবিলম্বে ঘটনার সুষ্ঠু মীমাংসা করার দাবি উঠেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?