অনলাইন ডেস্ক, ২৯ অক্টোবর।। মাস তিনেক আগে অনুষ্ঠিত হওয়া ইউরো কাপে ক্রিস্টিয়ানো রোনালদোর ‘কোকাকোলা’ কাণ্ডের কথা মনে আছে? সংবাদ সম্মেলনে এসে টেবিলের সামনে থেকে কোকাকোলার বোতল সরিয়ে পর্তুগিজ উইঙ্গার বলেছিলেন, ‘পানি খান। কোকাকোলা…(না)। ’
বিষয়টি নিয়ে আলোচনার ঝড় উঠে ক্রীড়াবিশ্বে। কোকাকোলা সরিয়ে দেওয়ায় কোমল পানীয়টির শেয়ার দরও পড়ে যায় বলে জানায় অনেক গণমাধ্যম।
তবে পরবর্তীতে জানা যায় তা সত্যি নয়। ইউরোতে রোনালদোর দেখাদেখি অনেক ফুটবল একই কাণ্ড করেন।
সিআর সেভেনের দেখানো পথে এবার ক্রিকেটেও ঘটল তেমন এক কাণ্ড। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে টেবিল থেকে কোকাকোলা সরিয়ে দেন ডেভিড ওয়ার্নার। তবে পরে আবার হাসিমুখে বোতল দুটি টেবিলে রাখেন তিনি।
লঙ্কানদের বিপক্ষে দুর্দান্ত এক ফিফটি করে সংবাদ সম্মেলনে আসেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার দাপুটে জয় ও ৪২ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংস খেলা অজি ওপেনারকে বেশ নির্ভারও দেখা যায় সাংবাদিকদের সামনে।
এ সময় কোকোকোলার বোতল দুটি হাতে নিয়ে উপস্থিত সবার কাছে তিনি জানতে চান, ‘আমি কি এগুলো সরিয়ে ফেলতে পারি?’ওয়ার্নারের এই কথায় সবাই হেসে দেন।
তবে আইসিসির এক কর্মী এসে তাকে কোকাকোলার বোতল দুটি রাখতে অনুরোধ করেন।
পানির বোতল দুটির পাশে কোকাকোলা দুটি রাখতে রাখতে ওয়ার্নার বলেন, ‘এটা যদি ক্রিস্টিয়ানোর জন্য ভালো হয়, তাহলে এটা আমার জন্যও ভালো। ’