স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ অক্টোবর।।
কিছু কিছু দেশ বিরোধী ব্যক্তি ফেইক আইডি ব্যবহার করে টুইটার ও ফেসবুকের মাধ্যমে রাজ্যে অসত্য সংবাদ ও গুজব ছড়াচ্ছে৷
সোশ্যাল মিডিয়াতে যে সব ছবি দেখিয়ে এই গুজব ছড়ানো হচ্ছে তার সাথে পানিসাগরের ঘটনার কোন সম্পর্ক নেই৷ উল্লেখ্য, উত্তর ত্রিপুরার জেলার পানিসাগরে গত ২৬ তারিখ এক প্রতিবাদ মিছিল চলাকালীন সময়ে মসজিদে কোন অগ্ণিসংযোগের ঘটনা ঘটেনি৷
রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক বলে ত্রিপুরা আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে৷ ত্রিপুরা পুলিশের আইজিপি সৌরভ ত্রিপাঠি বলেছেন, যে ছবিগুলি দেখিয়ে অসত্য সংবাদ ও গুজব ছড়ানো হচ্ছে এই ছবিগুলি অন্য কোনও দেশের হতে পারে৷
এসব অসত্য সংবাদ কে বা কারা আপলোড করেছে পুলিশ তার তদন্ত করছে৷ এসমস্ত অসত্য সংবাদ ও ছবিকে গুরুত্ব না দেওয়ার জন্য তিনি রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন৷
তিনি জানান, এব্যাপারে মামলা দায়ের করা হয়েছে এবং যারা এরকম অসত্য সংবাদ ও গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে৷ কিছু স্বার্থান্বেষী লোক ত্রিপুরার সাম্প্রদায়িক পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে৷
রাজ্য সরকার সমস্ত রাজ্যবাসীকে রাজ্যের আইন শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আহ্বান জানাচ্ছে৷