Arrested: রাজধানীতে ক্রমবর্ধমান চুরির ঘটনায় এক দাগি চোরকে গ্রেপ্তার করল পূর্ব থানার পুলিশ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ অক্টোবর।। রাজধানীতে ক্রমবর্ধমান চুরির ঘটনায় এক দাগি চোরকে গ্রেপ্তার করলো পূর্ব থানার পুলিশ৷ ধৃতের নাম সাগর ভট্টাচার্য (১৯)৷ তার বাড়ি রামনগর কিন্তু সে ভাড়া থাকে কবিরাজটিলায়৷

বুধবার সন্ধ্যায় পূর্ব থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং পরবর্তীকালে তার ভাড়া ঘর তল্লাশি চালিয়ে দুটি ল্যাপটপ, একটি ব্রোঞ্জের মূর্তি, প্রচুর বাসনপত্র সহ নগদ ৮৪ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ৷

পুলিশ সূত্রের দাবি পূর্ব থানার ১৪১/২১ নম্বর মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে৷ উৎসব মরশুমে রাজধানীর বিবেকানন্দ ময়দানে দোকান সাজিয়ে বসা ব্যবসায়ীদের মালপত্র চুরির অভিযোগে এই মামলাটি হয়েছিল৷

পুলিশের ধারণা রাজধানীর বেশকিছু চুরির ঘটনায় সে জড়িত রয়েছে৷ তাই তদন্তের স্বার্থে আগামীকাল তাকে আদালতে তুলে পুলিশ রিমান্ডের আর্জি জানানো হবে বলে থানা সূত্রে জানা গেছে৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?