married: বিয়ে করে রাজকুমারীর মর্যাদা হারালেন মাকো


অনলাইন ডেস্ক, ২৭ অক্টোবর।। নানান বিতর্ক পার করে বিয়ে করলেন জাপানের রাজকুমারী মাকো। এর মাধ্যমে তিনি রাজকীয় মর্যাদা হারালেন। মানে তার নামের আগে আর লেখা হবে না ‘রাজকুমারী’। কলেজে পড়ার সময় সহপাঠী কেই কোমুরোর প্রেমে পড়েন মাকো। ২৬ অক্টোবর এ সাধারণ মানুষটিকে বিয়ে করলেন। জাপানের আইন অনুসারে, রাজপরিবারের কোনো নারী সাধারণ কোনো পুরুষকে বিয়ে করলে রাজকীয় মর্যাদা হারায়। যা সাধারণত পুরুষদের ক্ষেত্রে হয় না।

এ বিয়েতে রাজকীয় আচারগুলো এড়িয়ে গেছেন মাকো। এ ছাড়া এ সব ক্ষেত্রে রাজপরিবার তাদের মেয়েকে বড় অঙ্কের টাকা দেই, সেটিও নেননি তিনি। কোমারো পেশায় একজন আইনজীবী, থাকেন যুক্তরাষ্ট্রে। বিয়ের পর দুজন সেখানেই ফিরছেন। এ ঘটনায় অনেকে মাকু ও কোমুরোকে ব্রিটিশ রাজপরিবার ছেড়ে আসা মেগান মার্কেল ও প্রিন্স হ্যারির সঙ্গে তুলনা করছেন।

এ দম্পতিও এখন যুক্তরাষ্ট্রে থাকেন। মাকু ও কোমুরোকে বলা হচ্ছ ‘জাপানের হ্যারি ও মেগান’। মাকোর সঙ্গে ২০১২ সালে টোকিওর ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে পড়ার সময় কোমুরোর পরিচয় হয়। এর ৫ বছর পর ২০১৭ সালে নিজেদের বাগদানের ঘোষণা দেন তারা। ২০১৮ সালেই বিয়ের কথা থাকলেও রাজকুমারীর হবু শাশুড়ির অর্থনৈতিক সংকটের কারণে তা পিছিয়ে যায়।

কোমুরোর মা তার সাবেক প্রেমিকের কাছ থেকে ঋণ নিয়ে তা শোধ দিতে পারেননি বলে অভিযোগ ওঠে। তীব্র অর্থনৈতিক সংকটের কারণে তাকে দেউলিয়াও ঘোষণা করা হয়। সে সময় গুঞ্জন উঠেছিল, কোমুরোর মা তার সাবেক বাগদত্তের কাছ থেকে কোমুরোকে যুক্তরাষ্ট্রে পড়তে পাঠানোর জন্যই অর্থ নিয়েছেন। তবে ওই অর্থ তিনি ঋণ নাকি উপহার হিসেবে নিয়েছিলেন তা জানা যায়নি। কোমুরোর সঙ্গে মাকোর বাগদানের মাত্র দুমাস পরই এই বিতর্ক সামনে আসে।

এরপর তাদের বিয়ে স্থগিত হয়ে যায়। ২০১৮ সালে কোমুরো আইন নিয়ে পড়াশোনা করতে নিউইয়র্ক চলে যান। তিন বছর পর গত সেপ্টেম্বরে জাপানে ফিরে এসেছেন কোমুরো। ২০২১ সালের এপ্রিল মাসে কোমুরো একটি বিবৃতি জারি করে বলেন, মায়ের প্রাক্তন বাগদত্তের সঙ্গে আর্থিক বিরোধের নিষ্পত্তি করবেন তিনি।

২০২১ সালের মে মাসে কোমুরো আইনের স্কুল থেকে পাশ করেন এবং নিউইয়র্কের একটি ল ফার্মের জন্য কাজ শুরু করেন। এরপর তিনি জুলাই মাসে নিউইয়র্ক বারেও পরীক্ষা দেন, ডিসেম্বরে যার ফলাফল পাওয়া যাবে। ২০২১ সালের ১ অক্টোবর রাজপ্রাসাদ থেকে ঘোষণা করা হয় যে, ২৬ অক্টোবর তাদের দুজনের বিয়ে হবে। কোন অনুষ্ঠান হবে না এবং মাকো তার পরিবার থেকে কোনো টাকাও নেবেন না।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?