Matabari: মাতাবাড়ি দেওয়ালী মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানের রূপরেখা তৈরি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৫ অক্টোবর।। মাতাবাড়ি দেওয়ালী মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানের রূপরেখা তৈরি নিয়ে সোমবার উদয়পুর তথ্য ও সংসৃকতি দপ্তরের মিলনায়তনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷

এদিন এই বৈঠকে পৌরহিত্য করেন মাতাবাড়ি দেওয়ালী মেলার সাংস্কৃতিক সাব কমিটির কনভেনারদ্বয় যথাক্রমে সুভাষ দেব ও উদয়পুর পুর পরিষদের প্রাক্তন পুরপিতা শীতল চন্দ্র মজুমদার৷

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমডিসি সম্রাট জমাতিয়া, রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য স্বপ্ণা দাশগুপ্ত, তথ্য ও সংসৃকতি দপ্তরের বরিষ্ঠ তথা আধিকারিক মনোজ দেববর্মা সহ উদয়পুরের বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মহকুমার কর্মরত সাংবাদিকরা৷

উল্লেখ্য, আসন্ন দেওয়ালী মেলাকে কেন্দ্র করে সেজে উঠছে একান্ন পীঠের এক পীঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির৷ অন্যান্য বছরের ন্যায় এবারও দীপাবলি উৎসব উপলক্ষ্যে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সর্ববৃহৎ দেওয়ালী মেলা অনুষ্ঠিত হবে মাতাবাড়িতে৷

দেওয়ালীর মেলাকে কেন্দ্র করে প্রতিবছরই মাতাবাড়িতে ভীড় জমায় রাজ্য, বহির্রাজ্যের পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অগণিত পূণ্যার্থীরা৷

আগামী ৪ঠা নভেম্বর মাতাবাড়িতে উদ্বোধন হবে দুদিন ব্যাপী দেওয়ালী মেলা ও প্রদর্শনীর৷ মাতাবাড়ি দেওয়ালী মেলাকে কেন্দ্র করে বর্তমানে চলছে জোর কদমে মেলার প্রস্তুতি৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?