স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৫ অক্টোবর।। সোমবার পশ্চিম জোন্যাল অফিসে সিপাহীজলা নতুন জ্যোনাল অফিস চালু করা হয়৷ মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বলন করে সিপাহীজলা নতুন জোন্যাল অফিসে শুভ সূচনা করেন মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া৷
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-মুখ্যনির্বাহী সদস্য অনিমেষ দেববর্মা৷ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ত ও শিক্ষা দপ্তরের নির্বাহী সদস্য চিত্তরঞ্জন দেববর্মা৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের নির্বাহী সদস্য কমল কলই, মৎস্য দপ্তরের নির্বাহী সদস্য রাজেশ ত্রিপুরা, এমডিসি গণেশ দেববর্মা, সিপাহীজলা জোন্যাল উন্নয়ন কমিটির চেয়ারম্যান তথা এমডিসি উমাশঙ্কর দেববর্মা, এমডিসি সওদাগর কলই৷
স্বাগত ভাষণ রাখেন মুখ্যনির্বাহী আধিকারিক সি কে জমাতিয়া৷ উদ্বোধনী ভাষণে মুখ্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া বলেন, কেন্দ্রীকরণ না করে বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রশাসনের সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই জোন্যাল অফিস ভাগ করে নতুন জোন্যাল অফিস করার প্রধান লক্ষ্য৷
এপ্রসঙ্গে তিনি জানান পশ্চিম জোন্যাল অফিস ভাগ করে ৫টি সাব জোন্যালকে নিয়ে সিপাহীজলা নতুন জোন্যাল গঠন করা হয়েছে৷ ৫টি সাবজোন্যাল হলো মোহনভোগ, জম্পুইজলা, গাবর্দী, অমরেন্দ্র নগর ও বিশ্রামগঞ্জ৷ জনগণের জন্য সঠিক প্রকল্প গ্রহণ করে রূপায়ণে যত্নবান হতে মুখ্যনির্বাহী সদস্য কর্মচারীদের প্রতি নির্দেশ দেন৷
প্রধান অতিথির ভাষণে উপ-মুখ্যনির্বাহী সদস্য অনিমেষ দেববর্মা বলেন, এডিসিতে তিপরা মথা প্রশাসন ক্ষমতা পাওয়ার পর পরিকল্পনাগুলো সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে চলেছে৷
প্রকল্প তৈরি করে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানোর জন্য জোন্যালগুলো পদক্ষেপ নিতে তিনি গুরুত্বারোপ করেন৷