স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ২৬ আগস্ট।।
বুধবার বিকেল আনুমানিক ৩ ঘটিকায় শান্তিরবাজার বীরচন্দ্র মনু লাসিক্যাম্প সংলগ্ন এলাকায় এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ৩৩ কেভি বিদ্যুতের সাবস্টেশনের শুভ শিলান্যাস করলেন ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন।
আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্র যীষ্ণু দেববর্মন, বিধায়ক প্রমোদ রিয়াং, বগাফা ব্লকের বি এস সি চেয়ারম্যান গৌরি শংকর রিয়াং, বিশিষ্ট সমাজসেবী তথা শান্তির বাজার পৌর পরিষদের কাউন্সিলার শ্যামলাল দেবনাথ, বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস সহ অন্যান্য অতিথিবৃন্দ। আজকে এই অনুষ্ঠানে বক্তব্য রাখতেগিয়ে উপমুখ্যমন্ত্রী জানান সকলের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া রাজ্য সরকারের মূল লক্ষ্য।
তিনি জানান শুধুমাত্র বিদ্যুৎ নয় সেই বিদ্যুৎতের গুনগতমান সঠিকভাবে পৌঁছে দেওয়াহবে। তাই কোয়ালিটি যুক্ত বিদ্যুৎ পৌঁছে দিতে বীরচন্দ্র মনু লাসি ক্যাম্প সংলগ্ন এলাকায় ৩৩ কেভি বিদ্যুৎতের সাব স্টেশন নির্মান করা হচ্ছে।
আগামী নভেম্বর মাসের মধ্যেই এই সাবস্টেশনের নির্মান কাজ শেষ হবে বলে জানান উপমুখ্যমন্ত্রী। উপমুখ্যমন্ত্রী ভাষনের মধ্য দিয়ে আড়াই বছরে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীর কথা সকলের সামনে তুলে ধরেন।