অনলাইন ডেস্ক, ২৫ অক্টোবর।। টলিউডে এই সময়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান জুটি। তাদের ব্যক্তিগত জীবনই এখন সোশ্যাল মিডিয়ায় বেশি চর্চিত।
মাত্র দুই মাস আগেই ছেলে সন্তানের বাবা-মা হন এই জুটি। এর মধ্যেই সবকিছু সামলে কাজে ফিরেছেন নুসরাত।
ছবির গানের শুটিং করতে কাশ্মীর গেলেন যশ দাশগুপ্ত। আউটডোরে তার সঙ্গী হয়েছেন নুসরাত জাহান। তবে একরত্তি ছেলেকে কলকাতাতেই রেখে গেছেন।
কাশ্মীর পৌঁছে দু’জনে একই লোকেশনে নিজেদের ছবি দিয়ে ক্যাপশন করেছেন, ‘উইন্টার ইজ় কামিং। ’
তার আগে এয়ারপোর্টে তারা টুইনিং করে ছবিও দিয়েছিলেন। কাশ্মীরের তাপমাত্রা মাইনাস ছুঁয়েছে, বরফও পড়ছে। এই পরিস্থিতিতে ছোট্ট ঈশানকে কলকাতার বাড়িতে রেখে গেলেন তার বাবা-মা।
সন্তান হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়া এবং নানা অনুষ্ঠানে নিজেদের সম্পর্ককে খোলামেলাভাবে তুলে ধরেছেন যশ-নুসরাত। যশের জন্মদিনে নুসরত একটি কেকের ছবি পোস্ট করেছিলেন।
সেই কেকে লেখা ছিল- ‘হাজ়ব্যান্ড’। দুর্গাপুজোয় একাধিক অনুষ্ঠানে যুগলে একত্রে হাজির হয়েছিলেন।
সূত্রের খবর, শিলাদিত্য মৌলিকের ছবি ‘চিনে বাদাম’-এর জন্য কাশ্মীরে গেছেন যশ। সেখানে পরিচালক, ছবির প্রযোজক ও নায়িকা এনা সাহাও রয়েছেন। তবে আলোচনার কেন্দ্রে যশরাতই। এনার প্রযোজনায় যশ-নুসরাত একটি ছবিও করতে পারেন।
এ ছাড়া অন্যান্য ছবির প্রস্তাব রয়েছে তাদের কাছে। নুসরত কি শুধুই যশের সঙ্গে সময় কাটাতে গিয়েছেন? তারা দু’জনে একটি মিউজ়িক ভিডিয়োর শুটিং করবেন, এমন খবরও রয়েছে। আগামী ২৭ তারিখে তাদের কলকাতা ফিরে আসার কথা।