স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ আগস্ট।। করোনা আক্রান্ত হয়ে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ১০ লক্ষ টাকা তিনটি কিস্তিতে মিটিয়ে দেবে ত্রিপুরা সরকার। তিন লক্ষ টাকা করে প্রথম দুই কিস্তি এবং এক কিস্তিতে বাকি চার লক্ষ টাকা মিটিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, এখন পর্যন্ত ত্রিপুরায় ৮৩ জনের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। গত ৭ মে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব করোনা আক্রান্তে মৃতের পরিবার-কে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক ত্রিপুরা প্রশাসনের পদস্থ আধিকারিক বলেন, মুখ্যমন্ত্রী করোনা-য় মৃতের পরিবার-কে ক্ষতিপূরণের টাকা মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করার জন্য মুখ্য সচিব-কে নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় সরকার ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়ায় ৪ লক্ষ টাকা ত্রিপুরা সরকার রাজ্য দুর্যোগ মোকাবিলা তহবিল থেকে মিটিয়ে দেবে। ক্ষতিপূরণের টাকা তিনটি কিস্তিতে মিটিয়ে দেবে ত্রিপুরা সরকার।
এ-ক্ষেত্রে মৃত্যুর কিছুদিনের মধ্যেই ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ বাবদ পাবে মৃতের পরিবার। বাকি টাকা দুই কিস্তিতে ৩ লক্ষ টাকা এবং ৪ লক্ষ টাকা মিটিয়ে দেওয়া হবে। ত্রিপুরা সরকার ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে।স্বাস্থ্য দফতর থেকে মৃতের তালিকা সংগ্রহ করেছে।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী করোনা মোকাবিলায় সামনের যোদ্ধা চিকিত্সক, সেবিকা, স্বাস্থ্য কর্মী, প্যারামেডিকস, পুলিশ, সাংবাদিক, সুইপিং স্টাফ, আইসিপি স্টাফ, আশা কর্মী, সাধারণ প্রশাসন-র আধিকারিক এবং অন্যান্য দফতরের কর্মীরাও সাধারণ নাগরিকদের পাশাপাশি ক্ষতিপূরণ পাবেন।