স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ২৪ অক্টোবর।।
রবিবার কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি কৈলাসহর মণ্ডল কমিটির সাংগঠনিক এবং আসন্ন পুর পরিষদ নির্বাচনের রণকৌশল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷
উপস্থিত ছিলেন প্রদেশ কমিটির সভাপতি ডা. মানিক সাহা, বিজেপি ঊনকোটি জেলা সভাপতি তথা মন্ত্রী ভগবান দাস, বিধায়ক রামপদ জমাতিয়া, জেলার সাধারণ সম্পাদক অরুণ সাহা সহ অন্যান্যরা৷ সাংগঠনিক বৈঠক শুরুর পূর্বে ঊনকোটি কলাক্ষেত্রের বাইরে দলীয় পতাকা উত্তোলন করেন বিজেপি রাজ্য সভাপতি মানিক সাহা৷
সভাপতি ডা. মানিক সাহার হাত ধরে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সাংগঠনিক বৈঠক শুরু হয়৷ মূলত বিজেপি কৈলাসহর মণ্ডলের অধীনে দলের কার্যকর্তাদের নিয়েই এই সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়৷
সাংগঠনিক বৈঠকে রাজ্য সভাপতি মানিক সাহা সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, পুর ভোটে দলের রণকৌশল নিয়ে এবং দলীয় প্রার্থী তালিকা তৈরির বিষয় নিয়ে আলোচনা হবে৷
তাছাড়া রাজ্যে এবং কেন্দ্রে বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ফিরিস্তি নিয়ে প্রতিটি সাধারণ মানুষের বাড়িতে গিয়ে প্রচার করা হবে বলেও জানান মানিক সাহা৷