Banned: আলিঙ্গন দৃশ্য পাকিস্তানি সংস্কৃতির ‘পরিপন্থী’, তাই টেলিভিশনে এ সব দেখানো যাবে না

অনলাইন ডেস্ক, ২৪ অক্টোবর।। আলিঙ্গন দৃশ্য পাকিস্তানি সংস্কৃতির ‘পরিপন্থী’, তাই টেলিভিশনে এ সব দেখানো যাবে না। টিভি চ্যানেলগুলোকে এমনই নির্দেশ দিয়েছে পাকিস্তানের ‘ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি’।কর্তৃপক্ষের বক্তব্য, টিভি সিরিয়ালে এই ধরনের দৃশ্য সম্প্রচার নিয়ে জনগণের কাছে থেকে তাদের কাছে বহু অভিযোগ জমা পড়েছে। তাই এই সিদ্ধান্ত।

পাকিস্তানের মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জানান, বিবাহিত দম্পতির আলিঙ্গন দৃশ্যও ইসলামি শিক্ষার অসম্মান। তাই তা দেখানো যাবে না টিভিতে। নির্দেশিকায় বলা হয়েছে, ‘কাউকে আলিঙ্গন করা, কাউকে জড়িয়ে ধরে সমবেদনা জানানো, পরকীয়া, অশ্লীল দৃশ্য, সাহসী পোশাক, শয্যা-দৃশ্য, বিবাহিত দম্পতির ঘনিষ্ঠতা, এ সব দেখানো হয়। যা আমাদের ইসলামিক শিক্ষা এবং পাকিস্তানি সংস্কৃতির অসম্মান’।

বিনোদন জগতের উপরে এ ধরনের নিষেধাজ্ঞা চাপানোতে খুশি নন অনেকেই। পাকিস্তানের মানবাধিকার কর্মী রিমা ওমর ব্যাঙ্গাত্মক সুরে টুইট করেছেন, ‘বিবাহিত দম্পতির ঘনিষ্ঠতা, একে অপরের প্রতি শ্রদ্ধা, এটা তো পাকিস্তানি সমাজের সঠিক চিত্র নয়। আমাদের সংস্কৃতি হচ্ছে নিয়ন্ত্রণের, অত্যাচারের, হিংসার। ওগুলো তো ভিনগ্রহের মূল্যবোধ। আমাদের প্রতিরোধ করা উচিত’।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?