অনলাইন ডেস্ক, ২৪ অক্টোবর।। বিশ্বের সব থেকে জনপ্রিয় ক্রিকেট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে সম্পৃক্ত আছেন অনেক বলিউড তারকা। শাহরুখ খান, জুহি চাওলা, প্রীতি জিনতার মালিকানাধীন ক্রিকেট দল আছে আইপিএলে। এবার সেই তালিকায় নাম লেখানোর আগ্রহ প্রকাশ করেছেন জনপ্রিয় বলিউড তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।
আইপিএলের নতুন দুটি দল ঘোষণা করা হবে ২৫ অক্টোবর। এই দুটি দলের একটি কিনতে চান রণবীর ও দীপিকা।
‘আউটলুক ইন্ডিয়া’কে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, পশ্চিমা বেশ কয়েকটি নামি প্রতিষ্ঠান আইপিএলে দল কিনতে আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু বিদেশি কোনো প্রতিষ্ঠানকে দল না দেওয়ার সম্ভাবনাই বেশি।
এই কর্মকর্তা আরও জানান, ভারতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে যদি কোনো বিদেশি সংস্থা দল কিনতে চায়, তাহলে ভারতীয় ক্রিকেট বোর্ড আপত্তি করবে না।
এরপরই জোর গুঞ্জন শুরু হয়, ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে মিলে নতুন একটি আইপিএল দলের মালিকানা পেতে যাচ্ছেন দীপিকা-রণবীর। বেশ কয়েকটি সংবাদমাধ্যম বিষয়টি নিয়ে তারকা দম্পতির মতামত জানার চেষ্টা করে ব্যর্থ হয়েছে।