Oscar: ভারত থেকে এবার অস্কারের মঞ্চে যাচ্ছে তামিল সিনেমা কুড়াঙ্গাল

অনলাইন ডেস্ক, ২৪ অক্টোবর।। ভারত থেকে এবার অস্কারের মঞ্চে যাচ্ছে তামিল সিনেমা কুড়াঙ্গাল। ইংরেজিতে সিনেমাটির নাম পেবেলস। যার বাংলা অর্থ নুড়ি। কয়েক দিন আগেই জানা গিয়েছিল ৯৪তম অস্কারের মঞ্চে যেতে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্মের দৌড়ে রয়েছে দুই হিন্দি সিনেমা শেরনি ও সর্দার উধাম।

বাছাই পর্ব শেষে জানা গেল, এই দুই সিনেমাকে পেছনে ফেলে ভারত থেকে এবার অস্কারের মঞ্চে যাচ্ছে তামিল সিনেমা কুড়াঙ্গাল। অস্কারে পাঠানোর জন্য এবার ভারতে ১৪টি ভিন্ন ভাষার সিনেমা নির্বাচিত হয়েছিল। যার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে কলকাতায়। ১৫ বিচারক ১৪টি সিনেমা থেকে বেছে নেন কুড়াঙ্গাল। চলতি বছরের ৪ ফেব্রুয়ারি মুক্তি পায় কুড়াঙ্গাল। পরিচালক বিনোথরাজের প্রথম সিনেমা এটি।

এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড ২০২১-এর জন্যও মনোনীত হয়েছিল কুড়াঙ্গাল। একই সঙ্গে নেদারল্যান্ডসের ৫০তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রটারডামেও প্রদর্শন করা হয়েছে এটি। এক বাবা ও ছেলের গল্প নিয়ে কুড়াঙ্গাল।

স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে ছেলেটির মা চলে গেছে বাবার বাড়ি। সেখান থেকে মাকে ফিরিয়ে আনতে পথচলা শুরু করে ছেলে ও তার বাবা। রোদে পুড়ে বাবা-ছেলের পথচলা রুক্ষ রাস্তা দিয়ে, সেই যাত্রা আর মাকে নিয়ে বাড়ি ফেরার গল্পই দেখানো হয়েছে এ সিনেমায়।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?