স্টাফ রিপোর্টার, সাব্রুম, ২৬ আগস্ট।। বুধবার সকাল ১০ টা নাগাদ সাব্রুম রুপাইছড়ি ব্লকের সামনে শাসক দল বিজেপি ও সিপিএমের মধ্যে খন্ড যুদ্ধে আহত উভয় দলের বেশ কয়েক জন কর্মী।
আহতরা বর্তমানে মহকুমার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার রাজ্যব্যাপি দলীয় কর্মসুচির অঙ্গ হিসাবে ডাকা ১৬ দফা দাবির সমর্থনে সিপিএম কর্মীরা রুপাইছড়ি ব্লকের সামনে আন্দোলনে নামলে সেখানেই শসসক দলের কর্মীদের সঙ্গে বাঁধে এই খন্ড যুদ্ধ। ঘটনার পর বর্তমানে রুপাইছড়ি ব্লক ও চাতকছড়ি বাজারে বিরাজ করছে থমথমে পরিবেশ। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ও টিএসআর।
প্রসঙ্গত, লকডাউন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত গরিব মানুষদের মাসিক ৭,৫০০ টাকা করে প্রদান করা, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি প্রত্যাহার করা, শ্রম আইন বাতিল করার সিদ্ধান্ত বন্ধ করা সহ সাধারণ মানুষের স্বার্থ সম্বলিত ১৬ দফা দাবির ভিত্তিতে রাজ্যব্যাপী আন্দোলনের ডাক দিয়েছিল সিপিএম।