স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ২৩ অক্টোবর।। দক্ষিণ জেলার বিলোনিয়া মহকুমার অন্তর্গত বড়পাথরি পিপারিয়াখোলাস্থিত আশ্রম পাড়া নিবাসী নিকাশ বৈদ্যের স্ত্রী দিপালী সরকার বৈদ্যের মৃতদেহ শনিবার সকালে পাওয়া যায় নিজ বাড়িতেই৷
সকালে এলাকাবাসী এবং আত্মীয়স্বজনরা দেহ দেখতে পেয়ে খবর দেন বিলোনিয়া থানায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিলোনিয়া থানার পুলিশ৷ মৃতদেহ নিয়ে আসে বিলোনিয়া মহকুমা হাসপাতালে৷
ঘটনার বিবরণে জানা যায়, এলাকার কৃষক নিকাশ বৈদ্য নামের এই ব্যক্তি প্রায়শই মদমত্ত অবস্থায় স্ত্রীর উপর অকথ্য অত্যাচার করে৷
গত শুক্রবার রাতে নিজ বাসভবনে স্ত্রী আত্মহত্যা করেছে বলে শনিবার সকালে পুলিশ এবং এলাকাবাসীর নিকট জানালেও এলাকাবাসীরা সন্দেহজনকভাবে স্বামী নিকাশ বৈদ্যকে আটক করে বেঁধে রেখে খবর দেয় মৃতার নিকটাত্মীয়দের৷ বিলোনিয়া থানার পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসে অভিযুক্ত বিকাশ বৈদ্যকে৷
এই বিষয়ে নিকাশ বৈদ্য-এর দিকে অভিযোগের আঙুল তুলেন মৃতার কন্যা৷ সুষ্ঠু তদন্তের জন্য দাবি করে মৃতার কন্যা৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷