Drone: সিরিয়ায় ড্রোন হামলা চালিয়ে আল-কায়েদার জ্যেষ্ঠ নেতাকে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী

অনলাইন ডেস্ক, ২৩ অক্টোবর।। সিরিয়ায় ড্রোন হামলা চালিয়ে আল-কায়েদার জ্যেষ্ঠ নেতা আবদুল হামিদ আল-মাতারকে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ডের এক মুখপাত্রের বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে আল জাজিরা।

দক্ষিণ সিরিয়ার এক আমেরিকান ফাঁড়িতে আক্রমণের দুই দিন পর এ হামলা।

এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনীর মেজন জন রিগসবি বলেন, আল-কায়েদার এ জ্যেষ্ঠ নেতাকে সরিয়ে দেওয়ায় মার্কিন নাগরিক, তাদের অংশীদার এবং নিরপরাধ বেসামরিক নাগরিকদের জন্য হুমকি বিশ্বব্যাপী হামলাকারী সন্ত্রাসী সংগঠনের আরও ষড়যন্ত্র এবং হামলার ক্ষমতা ব্যাহত হবে।

এমকিউ-নাইন এয়ারক্র্যাফট ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে। তবে হতাহতের বিস্তারিত তথ্য মেলেনি।

রিগসবি আরও বলেন, আল-কায়েদা ক্রমাগত আমেরিকা ও আমাদের মিত্রদের হুমকি দিয়ে চলছে। নিজেদের পুনর্গঠন, বাইরের সহযোগীদের সঙ্গে সমন্বয় ও অভিযানের পরিকল্পনা জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে তারা সিরিয়াকে ব্যবহার করছে।

দুই দিন আগের ঘটনার প্রতিশোধ হিসেবে এ হামলা কিনা উল্লেখ করেননি রিগসবি। কোনো এলাকায় ড্রোন হামলা চালানো হয়েছে তাও জানাননি।

এর আগে সেপ্টেম্বরে বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিম সিরিয়ায় হামলা করে আল-কায়েদার আরেক জ্যেষ্ঠ নেতা সালিম আবু-আহমদকে হত্যা করে পেন্টাগন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?