অনলাইন ডেস্ক, ২৩ অক্টোবর।। দেশে দেশে লকডাউন, বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি পালন ও গণ টিকাদান সত্ত্বেও করোনা এখনো দাপট দেখিয়ে যাচ্ছে। বিশেষ করে ভাইরাসের ভারতীয় ধরন ডেল্টা নিয়ে উদ্বিগ্ন সারা বিশ্ব। এর মাঝে গত সপ্তাহে আরও ৫০ হাজার মানুষ মারা গেল।
পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ জানায়, এ পর্যন্ত বিশ্বে মারা গেছে ৪৯ লাখ ৫৩ হাজার ৪০৭ জন।
গত ১৬ অক্টোবর ৪৯ লাখের ঘর পার করে প্রাণহানি।
মোট শনাক্ত হয়েছে ২৪ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৫৭ রোগী। সুস্থ হয়ে উঠেছেন ২২ কোটি ৮ লাখ ৫৬ হাজার ৫ জন।
আক্রান্তের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। মৃত্যুতেও দেশটি এক নম্বরে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪ কোটি ৬২ লাখ ৬৪ হাজার ৫৯৬ জন। মারা গেছে ৭ লাখ ৫৫ হাজার ৭১২ জন।
৩ কোটি ৪১ লাখ ৫৮ হাজার ৭৭২ জন শনাক্তের হিসাব নিয়ে সংক্রমণে দ্বিতীয় ভারত। দেশটিতে মারা গেছে ৪ লাখ ৫৩ হাজার ৭৪২ জন।
তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২ কোটি ১৭ লাখ ১১ হাজার ৮৪৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৬ লাখ ৫ হাজার ২১১ জন মানুষ, যা মৃত্যুর হিসেবে বিশ্বে দ্বিতীয়।
যুক্তরাজ্যে ৮৬ লাখ ৮৯ হাজার ৯৪৯ জন শনাক্তের বিপরীতে মারা গেছে ১ লাখ ৩৯ হাজার ৩২৬ জন।
তালিকার পঞ্চম অবস্থানে থাকা রাশিয়া ৮১ লাখ ৬৮ হাজার ৩০৫ জন রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে ২ লাখ ২৮ হাজার ৪৫৩ জন।
ওয়ার্ল্ডোমিটারের তালিকায় আক্রান্তের হিসাবে বাংলাদেশের অবস্থান ২৯। সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের তরফে জানানো হয়, করোনা আক্রান্ত হয়ে আরও ৪ জন মারা গেছে।
এ নিয়ে মোট মারা গেছে ২৭ হাজার ৮০৫ জন। একই সময়ে করোনা আক্রান্ত ২৩২ জনকে শনাক্ত করা হয়েছে। মোট ১৫ লাখ ৬৭ হাজার ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।