স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ আগস্ট।। গুয়াহাটি থেকে আগরতলা এবং আগরতলা থেকে গুয়াহাটি একটি পণ্যবাহী ট্রেন চালু হয়েছে। মঙ্গলবার রাতে পণ্য সামগ্রী নিয়ে এই ট্রেন এসে পৌছায় আগরতলা বাধারঘাট ষ্টেশনে। মুলত ও এন জি সি-র কিছু সামগ্রী এই ট্রেনে করে এসেছে। গুয়াহাটি থেকে যাত্রা করে মাঝে লামডীং , বদরপুর, করিমগঞ্জ, ধর্মনগর পণ্য সামগ্রী খালাস করা হয়। শেষ পর্যন্ত আগরতলা ষ্টেশনে এসে পৌছায় ট্রেনটি। জুতা, কসমেটিক্স, কাপড়, বই এসে পৌছায় আগরতলায়।
বর্তমানে ট্রাক্টর আসছে ট্রেনে করে বলে জানান বাধারঘাট রেল ষ্টেশন কনট্রাকচ্যুয়াল লেবার ইউনিট কমিটির সভাপতি নারায়ন চন্দ্র দাস। তিনি জানান ১০ দিন পর পণ্য সামগ্রী নিয়ে একটি ট্রেন রাজ্যে এসে পৌঁছেছে। ইতিমধ্যে লক ডাউনের সময়ে মাসে তিনটি করে গড়ে রাজ্যে আসত।
এখন নতুন করে আনলক মেজার টুতে ১০ দিন বাদে পণ্য সামগ্রী নিয়ে আগরতলা পর্যন্ত ট্রেন এসে পৌঁছুল। কিন্তু করোনার কারনে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে তাতে করে কবে ট্রেন স্বাভাবিক ভাবে চলাচল করবে তা নিয়ে শঙ্কিত তিনি। তবে ট্রেন চালু থাকলে শ্রমিকদের জন্য ভাল বলে জানান তিনি।