স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ অক্টোবর।।
দুর্গাপুজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় এবং কোভিড পরিস্থিতির সন্তোষজনক উন্নতি হওয়ায় পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপারের কাছ থেকে পাওয়া এক রিপোর্টের পরিপ্রেক্ষিতে পশ্চিম জেলার জেলাশাসক ও সমাহর্তা সদর পুলিশ মহকুমার পূর্ব এবং পশ্চিম আগরতলা থানা এলাকায় জারি থাকা ১৪৪ ধারা ২২ অক্টোবর, ২০২১ সকাল ৬টা থেকে প্রত্যাহার করার কথা ঘোষণা করেছেন।
উল্লেখ করা যেতে পারে ২১/০৯/২০২১ সকাল ৬টা থেকে ৪/১১/২০২১ মধ্যরাত পর্যন্ত পশ্চিম জেলার জেলাশাসক ও সমাহর্তা সদর পুলিশ মহকুমায় (পূর্ব এবং পশ্চিম আগরতলা থানা এলাকা) ভারতীয় ফৌজদারি দন্ডবিধির ১৪৪ ধারা অনুযায়ী যেকোন রাজনৈতিক দলের মিটিং, মিছিল, জমায়েতের উপর বিধিনিষেধ আরোপ করেছিলেন।
পশ্চিম জেলার জেলাশাসকের দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।