অনলাইন ডেস্ক, ২১ অক্টোবর।। বার্সেলোনার সঙ্গে চুক্তি বাড়িয়েছেন আনসু ফাতি। এই কিশোর ফরোয়ার্ডের বাইআউট ক্লজ রাখা হয়েছে এক বিলিয়ন ইউরো। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৭ পর্যন্ত ক্যাম্প ন্যুয়ে থাকবেন ফাতি।
লিওনেল মেসি ক্লাব ছাড়ার পর কাতালোনিয়ানদের আশা-ভরসার প্রতীক হয়ে উঠেছেন ১৮ বছর বয়সী তারকা।
আর্জেন্টাইন ফরোয়ার্ডের বিখ্যাত ’১০ নম্বর’ জার্সিও গায়ে উঠেছে ফাতির।
বুধবার ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগে ডায়নামো কিয়েভের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচেও দুর্দান্ত খেলেন তিনি। দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই সপ্তাহে বার্সার সঙ্গে চুক্তি নবায়ন করলেন ফাতি।
এর আগে ১৮ বছর বয়সী আরেক কিশোর তারকা পেদ্রির সঙ্গে চুক্তি নবায়ন করে কাতালান জায়ান্টরা। স্প্যানিশ মিডফিল্ডারেরও বাইআউট ক্লজ রাখা হয়েছে এক বিলিয়ন ইউরো।
স্পেন জাতীয় দলের হয়ে ৪ ম্যাচ খেলে এক গোল করেছেন ফাতি। ১০ বছর বয়স থেকে ক্যাম্প ন্যুয়ে আছেন তিনি। ১০ মাস পর হাঁটুর চোট কাটিয়ে গত মাসে দলে ফেরেন ফাতি।
বার্সার সিনিয়র দলে ইতোমধ্যে ৪৭ ম্যাচ খেলে ১৫ গোল করেছেন তিনি।
সবচেয়ে কম বয়সী (১৬ বছর ২৯৮ দিন) বার্সার দ্বিতীয় খেলোয়াড় হিসেবে লিগে অভিষেক হয় তার। আর লা লিগায় বার্সার সবচেয়ে কম বয়সী গোলদাতা তিনি।