স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ আগস্ট।। রাজ্য জুড়ে করোনার প্রকোপ চলছে। প্রায় প্রতিদিন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যের বিভিন্ন জেলায় খোলা হয়েছে কোভিড কেয়ার সেন্টার। জিবি হাসপাতালকে কোভিড ট্রিটমেন্ট সেন্টার হিসাবে ঘোষণা করা হয়েছে। ফলে অন্যান্য রোগীরা বর্তমানে জিবি হাসপাতালে যাওয়ার ক্ষেত্রে কিছুটা ভয় পাচ্ছে। এই পরিস্থিতিতে প্রাতিদিন রোগীদের ভিড় বৃদ্ধি পাচ্ছে আইজিএম হাসপাতালে।
আইজিএম হাসপাতালে রোগীদের ভিড় সামাল দিতে হিমশিম ক্ষেতে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের। পাশাপাশি রাজ্য সরকারও আইজিএম হাসপাতালে নতুন করে কয়েকটি বিভাগ চালু করেছে। এই পরিস্থিতিতে হাসপাতালের চিকিৎসা পরিষেবা উন্নত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যাতে করে সাধারন মানুষ হাসপাতালে এসে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারে। আইজিএম হাঁসপাতাল চত্বরে নতুন করে ওপিডি রেজিস্ট্রেশান কাউন্টার খোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কিন্তু জায়গার কিছুটা সমস্যা দেখা দিয়েছে। সেই সমস্যা দূরীকরণের লক্ষ্যে মঙ্গলবার আইজিএম হাঁসপাতাল পরিদর্শনে যান হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাক্তার দিলিপ দাস। সাথে ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিকরা।
কোথায় কি করা যায় সেই বিষয়ে ঘুরে দেখেন সকলে। পরে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাক্তার দিলিপ দাস জানানা হাসপাতালের চিকিৎসা পরিষেবা উন্নত করার চেষ্টা জারই রয়েছে। কোথায় কি করা যায় তার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। প্রতিদিন নতুন নতুন সমস্যা সামনে আসছে। সেই সমস্যা গুলিকে দূর করার প্রয়াস জারি রয়েছে।