Sri Lanka: প্রত্যাশিত জয়েই নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করল লঙ্কানরা, নামিবিয়াকে ৭ উইকেটে হারিয়েছে

অনলাইন ডেস্ক, ১৯ অক্টোবর।। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব খেলছে শ্রীলঙ্কা। তবে কোনো অঘটন নয়। প্রত্যাশিত জয়েই নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করল লঙ্কানরা। সোমবার ‘এ’ গ্রুপের ম্যাচে নামিবিয়াকে ৭ উইকেটে হারিয়েছে ২০১৪ আসরের চ্যাম্পিয়নরা।

আবুধাবিতে টস হেরে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ৯৬ রানে গুটিয়ে যায় নামিবিয়া। লক্ষ্য তাড়া করতে নেমে ১৩.৩ ওভারেই জয় তুলে নেয় দাসুন শানাকার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা।

যদিও ২৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপেই পড়ে গিয়েছিল লঙ্কানরা। তবে চতুর্থ উইকেটে আভিশকা ফার্নান্দো ও ভানুকা রাজাপাকসের অবিচ্ছিন্ন জুটিতে জয় নিশ্চিত করে দলটি।

ভানুকা ২৭ বলে ৪ চার ও ২ ছক্কায় অপরাজিত ৪২ রান করেন। আভিশকা ২৮ বলে ২ ছক্কায় অপরাজিত ছিলেন ৩০ রানে।

এর আগে স্পিনার মাহিশ থিকশানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও লাহিরু কুমারা লঙ্কানদের জয়ের ভিত গড়ে দেন। থিকশানা ২৫ রানে ৩ উইকেট নেন। হাসারাঙ্গা ২ উইকেট নিয়েছেন ২৪ রান খরচায়। লাহিরু ৩.৩ ওভার বল করে ৯ রান খরচায় নেন ২ উইকেট।

নামিবিয়ার কেউ ৩০ রান করতে পারেনি। সর্বোচ্চ ২৯ রান করেন ক্রেইগ উইলিয়ামস। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান আসে অধিনায়ক গেরহার্ড এরাসমাসের ব্যাট থেকে। ম্যাচসেরা হয়েছেন মাহিশ থিকশানা।গ্রুপের অন্য ম্যাচে এদিন নেদারল্যান্ডসকে একই ব্যবধানে হারায় আয়ারল্যান্ড।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?