আমবাসায় কোয়ারান্টাইনে থাকা পরিবারগুলিতে তীব্র খাদ্য সংকট

স্টাফ রিপোর্টার, আমবাসা, ২৫ আগস্ট।। কোয়ারেন্টাইনে থাকা ৩০ টি পরিবার মঙ্গলবার আমবাসা পুর পরিষদ কার্যালয় ঘেরাও করে। তাদের অভিযোগ প্রায় ৩০ দিন থেকে ৪২ দিন যাবত তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যার ফলে তাদের খাদ্যের সমস্যা দেখা দিয়েছে।

প্রশাসন থেকে এখন পর্যন্ত তাদের জন্য খাদ্যের কোনো ব্যবস্থা করা হয়নি। দীর্ঘদিন ধরে কোয়ারেন্টাইনে থাকার ফলে তাদের আর্থিক সমস্যা ও খাদ্যের সমস্যা দেখা দিয়েছে। তাদের আরোও অভিযোগ স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রকমের নির্দেশিকা জারি করছে। যার ফলে ক্ষোভে ফুঁসছে এলাকার জনগণ। তাই মঙ্গলবার বাধ্য হয়ে তারা আমবাসা পৌর পরিষদ ঘেরাও করে। তাদের দাবি কোয়ারেন্টাইনে রেখে অযথা হয়রানি করা বন্ধ করতে হবে এবং তাদের খাদ্যের ব্যবস্থা করতে হবে।

এইনিয়ে দীর্ঘক্ষন আলোচনা হয় আমবাসা পৌর পরিষদের চেয়ারম্যান চন্দন ভৌমিকের সাথে। প্রশ্ন হচ্ছে কোয়ারেন্টাইনে থাকা পরিবারগুলি কি করে বাড়ি থেকে বের হয়ে পুর পরিষদে এসে ধর্না দেয়?  প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে নানান প্রশ্ন?

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?