অনলাইন ডেস্ক, ১৫ অক্টোবর।। নিজ বাড়িতে হত্যাকাণ্ডের শিকার কেনিয়ার বিশ্বরেকর্ডধারী অ্যাথলেট অ্যাগনেস টিরপের স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৫ বছর বয়সী এই অ্যাথলেটের শরীরে ছিল ছুরিকাঘাতের চিহ্ন। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হিসেবে তার পলাতক স্বামী এমানুয়েল রোটিচের দিকে ওঠে সন্দেহের তীর। তাকে আটক করা হয় উপকূলীয় শহর মোম্বাসা থেকে।
তদন্ত শেষে রোটিচের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে জানিয়েছে এক পুলিশ কর্মকর্তা।
বুধবার ইটেন শহরের বাড়ি থেকে টিরপের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে দু’বার ব্রোঞ্জ মেডেল জিতেছেন তিনি। দূর-পাল্লার দৌড়বিদ হিসেবে পরিচিতি ২৫ বছর বয়সী এই অ্যাথলেট দুই মাস আগে অলিম্পিকে ৫ হাজার মিটারে চতুর্থ হয়েছিলেন।
গত মাসে, জার্মানিতে ১০ কিলোমিটার নারী ম্যারাথনে বিশ্ব রেকর্ড গড়েন টিরপ।
ঘটনার পর তার মৃত্যুর পেছনে কারা জড়িত, তা নিয়ে তদন্ত শুরু হয়। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর থেকে নিখোঁজ ছিলেন টিরপের স্বামী। বিশ্বরেকর্ডধারী অ্যাথলেটের সঙ্গে কী ঘটেছে তা জানার জন্য তার স্বামীকে খুঁজতে থাকে পুলিশ।
বুধবার, ঘটনার দিন টিরপের বাড়িতে যান তদন্তকারীরা। পুলিশ জানায়, মঙ্গলবার রাত থেকে তার বাবাও নিখোঁজ রয়েছেন।
ওই এলাকার পুলিশ প্রধান টম মাকোরি জানান, বাড়ির সিসিটিভি এই তদন্ত এগিয়ে নিতে তাদের সাহায্য করবে।