অনলাইন ডেস্ক, ১৩ অক্টোবর।। ‘কয়েক সপ্তাহের’ জন্য ছিটকে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার রাফায়েল ভারানে। আন্তর্জাতিক ম্যাচ খেলার সময় কুঁচকিতে চোট পেয়েছেন ফরাসি তারকা।
গত রবিবার নেশনস লিগের ফাইনালে স্পেনের বিপক্ষে প্রথমার্ধে চোট পড়ে মাঠ ছাড়তে হয় ভারানেকে। ২৮ বছর বয়সী ডিফেন্ডারকে ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা অনিশ্চিত।
তবে রেড ডেভিলদের কোচ ওলে গানার সুলশার জানিয়েছেন, ‘কয়েক সপ্তাহ বাইরে থাকতে হবে তাকে (ভারানে)। ’
তিনি বলেন, ‘নেশনস লিগের ফাইনালে রাফায়েল ভারানে কুঁচকির মাংসপেশিতে চোট পেয়েছেন। তাকে ক্লাবে পুনর্বাসনে থাকতে হবে। ’
এদিকে, কোচ সুলশার তার রক্ষণভাগে পাচ্ছেন না আরেক ডিফেন্ডার হ্যারি ম্যাগুইরেকে। পায়ের মাংসপেশিতে চোট পেয়েছেন তিনি।
গত আগস্টে রিয়াল মাদ্রিদ ছেড়ে ওল্ড ট্রাফোর্ডে আসেন ভারানে। ইউনাইটেডের জার্সিতে ইতিমধ্যে ৬ ম্যাচ খেলেছেন তিনি।
আগামী রবিবার, রেড ডেভিলরা প্রিমিয়ার লিগে পরের ম্যাচ খেলতে যাবে লেস্টার সিটির মাঠে। এরপর লিগে তাদের সামনে তিনটি বড় ম্যাচ।
প্রতিপক্ষ লিভারপুল ও টটেনহাম ও ম্যানচেস্টার সিটি। তার আগে চ্যাম্পিয়নস লিগে ইউনাইটেড মুখোমুখি হবে আতালান্তার।