অনলাইন ডেস্ক, ১৩ অক্টোবর।। গত ১৯ মাস ধরে বন্ধ থাকার পর কানাডা ও মেক্সিকো সীমান্ত খোলার সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র। করোনার কারণে এতদিন সীমান্ত বন্ধ রেখেছিল যুক্তরাষ্ট্র। নভেম্বরের শুরু থেকে তা খোলার সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে যারা যুক্তরাষ্ট্রে আসবেন, তাদের ভ্যাকসিনের দুইটি ডোজ নিতে হবে।
২০২০ সালের মার্চে সীমান্ত বন্ধ করেছিল যুক্তরাষ্ট্র। যারা ভ্যাকসিনের দুইটি ডোজ নিয়েছেন, তারা এবার জরুরি নয় এমন কাজের জন্যও যুক্তরাষ্ট্রে আসতে পারবেন।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেজান্দ্রো মায়োরকাস এক বিবৃতিতে বলেছেন, প্রশাসন আগামী মাস থেকে ‘মেক্সিকো এবং কানাডা থেকে কোভিড-১৯’ এর বিরুদ্ধে সম্পূর্ণভাবে টিকা নেওয়া ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া শুরু করবে। স্থল এবং ফেরি সীমান্ত পারাপারের মাধ্যমে পর্যটন শুরু হবে’।
নতুন নিয়মগুলি আন্তর্জাতিক বিমান ভ্রমণকারীদের জন্য গত মাসে ঘোষিত নিয়মগুলোর মতোই তবে শর্তগুলো এক নয়।
যুক্তরাষ্ট্রের সীমান্ত অঞ্চলীয় রাজ্যগুলোর আইন প্রণেতারা এই অভূতপূর্ব বিধিনিষেধ তুলে নেওয়ার পদক্ষেপের প্রশংসা করেছেন, যার কারণে স্থানীয় সম্প্রদায়ের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং ১৯ মাসের জন্য বন্ধু এবং পরিবারের সাথে দেখা করা বন্ধ ছিল।