রানিরবাজার থানায় ডেপুটেশন ও স্মারকলিপি আইপিএফটির

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ আগস্ট।। রানিরবাজার থানা এলাকার ধুপছড়ায় আইপিএফটির পতাকা নষ্ট করে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে আইপিএফটি পক্ষ থেকে এলাকায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংগঠনের এক প্রতিনিধি দল রানিরবাজার থানায় গিয়ে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেন। অবিলম্বে পতাকা ও প্রচার সজ্জা নষ্ট করার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য তারা দাবি জানিয়েছেন। উল্লেখ্য ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ এলাকায় রাজনীতির পারদ ঊর্ধ্বগামী হচ্ছে।

বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই রাজনৈতিক তৎপরতা শুরু করে দিয়েছে। সমানতালে পাল্লা দিয়ে শুরু হয়েছে দলবদল এর পালা। জেলা পরিষদ এলাকা দখল নিজেদের হাতে তুলে নেওয়ার জন্য আইপিএফটি দল কোমর বেঁধে মাঠে নেমেছে। অবশ্য শরিক জোট বিজেপির সঙ্গে তাদের একাংশের মতভেদ এখনও অব্যাহত রয়েছে। শুধু তাই নয় আইএনপিটি, সিপিএম ও কংগ্রেস দলকে কোণঠাসা করতে আইপিএফটি দল আপ্রাণ প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

এরই মধ্যে বিভিন্ন স্থানে আইপিএফটির পতাকা এবং প্রচার শয্যা বিনষ্ট করার ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যাবে কি তা নিয়ে এখন থেকেই বিভিন্ন মহল দুশ্চিন্তায় দিনাতিপাত করছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?