বিশালগড়ে বেপরোয়া বাইক দুর্ঘটনায় গুরুতর আহত চালক

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৪ আগস্ট৷৷ সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ বিশালগড় থানাধীন রবীন্দ্রনাথ ঠাকুর কলেজ সংলগ্ণ এলাকায় গুরুতর ভাবে আহত হয় বাইক চালক৷ আগরতলা থেকে বিশালগড়ে আসার পথে একটি বাইক যার নম্বর টিআর০৭ ৭০৭৪ রাস্তায় ছিটকে পড়ে৷

তৎক্ষণাৎ প্রত্যক্ষদর্শীরা খবর দেয় বিশালগড় মহকুমা হাসপাতালে এম্বুলেন্স১০২ কে তারা ছুটে আসে আহত রোগীকে বিশালগড় মহাকুমা হাসপাতালে নিয়ে যায়৷  আহত যুবকের নাম তাপস দেবনাথ। বাড়ি কমলাসাগর এলাকায়। অগ্ণিনির্বাপক দফতরের কর্মীরা  যাওয়ার আগেই আগরতলা থেকে ওয়ান জিরো টু অ্যাম্বুলেন্স গাড়িটি বিশালগড়ের দিকে আসছিল তখন আসার পথে আহত যুবককে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷

কর্তব্যরত চিকিৎসক আহত তাপস দেবনাথকে চিকিৎসা পরিষেবা দেয়৷ তাছাড়া বিশালগড় থানা এলাকায় সপ্তাহখানেক ধরে গাড়ি বাইক দুর্ঘটনা দিন দিন বেড়েই চলছে। পুলিশ যত সর্তকতা অবলম্বন এর জন্য ফাইন আদায় করুক না কেন জনগণ সতর্ক হচ্ছেন না।

গত সাত দিনে বিশালগড় থানা এলাকায় তিনটি বাইক দুর্ঘটনায় কয়েকটি মায়ের কুল শুন্য হয়ে গেছে৷ বিশালগড় এবং বিশ্রামগঞ্জ থানার পুলিশ প্রায়ই রাস্তায় বেআইনিভাবে হেলমেট ছাড়া চলা বাইকগুলোকে ফাইন আদায় করে থাকেন। তবু উঠতি বয়সের যুবকরা বাইকে উঠা মাত্র ৮০ থেকে ১০০ কিলোমিটার গতিতে বাইক চালাতে থাকেন। অল্প বয়সে প্রাণ হারাতে হয় বাইক চালকদের৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?