স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ সেপ্টেম্বর।। আগামী বছরের ডিসেম্বর মাসের মধ্যে শেষ হবে তেলিয়ামুড়া- আগরতলা জাতীয় সড়কের চারলেনের কাজ৷ বুধবার জাতীয় সড়কের চারলেনের কাজ নিয়ে পর্যালোচনা করেন মুখ্যসচিব কুমার অলোক৷
পরে এক টুইট বার্তায় তিনি এখবর জানান৷ ভরা বর্ষায় জাতীয় সড়ক নির্মাণ কাজের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে৷ ভারী বৃষ্টিতে জাতীয় সড়কে সবচেয়ে বেশি নাজেহাল যানচালকরা৷ কাদায় দাঁড়িয়ে পড়ে যানবাহন৷ ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে৷ নিত্য যাত্রীদের ভোগান্তির শেষ নেই৷
মুখ্যসচিবের সাথে বৈঠকে সড়ক নির্মাণ সংস্থা এনএইচআইডিসিএলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷ উন্নয়নমূলক কাজকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে রাজ্য সরকার আসাম- আগরতলা জাতীয় মহাসড়কে চার লেনের রাস্তা নির্মাণের কাজ শুরু করেছে৷
মুখ্য সচিব কুমার অলোক বুধবার রাজ্য সরকার এবং ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের (এনএইচআইডিসিএল) কর্মকর্তা- দের সঙ্গে বৈঠক করে রাস্তা নির্মাণ কাজের পর্যালোচনা করেছেন৷
আগরতলা এবং তেলিয়ামুড়ার মধ্যে একটি চার লেনের জাতীয় মহাসড়ক এবং বাকি অংশে দুটি লেন করার কাজ চলছে৷ টুইটারে কুমার অলোক লিখেছেন, ‘এনএইচআইডিসিএল এবং রাজ্য সরকারের কর্মকর্তাদের সঙ্গে এ-এ রোড জাতীয় মহাসড়কের প্রস্তাবিত চারলেনের কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়েছে৷
Reviewed proposed alignment of A-A Road national highway with NHIDCL and State Government officials. It is proposed to construct 4 lane NH between Agartala and Teliamura and two lane in the rest. I hope this road will also get constructed in next 15 months.@tripura_cmo @nhidcl
— Kumar Alok (@cstripura) September 29, 2021
আগরতলা ও তেলিয়ামুড়ার মধ্যে চার লেন এবং এনএইচ এবং বাকি অংশে দুই লেন নির্মাণের প্রস্তাব করা হয়েছে৷ আগামী ১৫ মাসের মধ্যে রাস্তা তৈরি হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ এনএইচ- আইডিসিএল এবং রাজ্য সরকারি কর্মকর্তাদের সাথে এ-এ-রোড জাতীয় হাইওয়ের প্রস্তাবিত সংশোধনী৷
এটি আগরতলা এবং তেলিয়ামুড়া এবং আগরতলার মধ্যে দুটি লেন সহ চার লেন প্রস্তাবিত৷ নির্মাণ শেষ হলে আগরতলা- তেলিয়ামুড়া এবং চুরাইবাড়ির মধ্যে সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে৷