নিয়ম মেনে হাওড়া নদীতে বিসর্জন দেওয়া হল গণপতির মূর্তি

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ আগস্ট।। শিব ও পার্বতীর পুত্র গজানন গণেশ হিন্দুদের বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা। হিন্দু পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতে গণেশের পূজা হয়ে থাকে।

দশদিনব্যাপী গণেশোৎসবের সমাপ্তি হয় অনন্ত চতুর্দশীর দিন। তবে এই বছর করোনা ভাইরাসের প্রকোপের জেরে রাজ্যের কোথাও অন্যান্য বছরের ন্যায় বড় আকারে গণেশ পূজা হয়নি। শুধু মাত্র নিয়ম রক্ষার্থে রাজধানী আগরতলা সহ বেশকিছু জায়গায় ছোট পরিসরে শনিবার গণেশ পূজা অনুষ্ঠিত হয়। রাজধানীর গনপতি সামাজিক সংস্থা প্রতিবছর বড় পরিসরে গণেশ পূজার আয়োজন করে থাকে।

এই বছর তাদের উদ্যোগেও ছোট পরিসরে গণেশ পূজা অনুষ্ঠিত হয়। অন্যান্য বছর বড় পরিসরে দশমী পূজার আয়োজন করা হয়ে থাকে। তাও এই বছর হয়নি। ছোট পরিসরে হাতে গোনা কয়েকজনকে নিয়ে সোমবার দশমী পালন করা হয়। দশমীঘাটে হাওড়া নদীতে গণেশের মূর্তি বিসর্জন দেওয়া হয়। গনপতি সামাজিক সংস্থার এক সদস্য জানান করোনা প্রকোপের জেরে এই বছর নিয়ম রক্ষার্থে সবকিছু সংক্ষিপ্ত ভাবে করা হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?