স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৪ আগস্ট।। অতিরিক্ত বিদ্যুৎ বিল নেওয়ায় চরিলাম বিদ্যুৎ নিগমের অফিস ঘেরাও করল গ্রাহকরা। গ্রাহকদের অভিযোগ লকডাউনের সময় বিদ্যুৎ দপ্তর থেকে কোন বিল দেওয়া হয়নি, তবুও ঘরে বসে বিল করেছে বিদ্যুৎ নিগম দপ্তর। যাদের বিলা আসতো ১০০ টাকা তাদের করোনা মহামারীর সময় বিল দিতে হয়েছে ২০০ টাকা।
সোমবার চরিলাম বিদ্যুৎ নিগম অফিসে গ্রাহকদের অতিরিক্ত বিল জমা দেওয়ার জন্য বলা হলে গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে যায়। খবর যায় বিশ্রামগঞ্জ বিদ্যুৎ নিগম দপ্তরের প্রধান কার্যালয়ে। সেখান থেকে ছুটে আসেন এক আধিকারিক। তিনি গ্রাহকদের বোঝানোর চেষ্টা করেন তাদের কোন কিছু করার নেই। রাজ্য সরকারের পক্ষ থেকে যে ভাবে বিল করার জন্য নিয়ম করে দেওয়া হয়েছে, সেই ভাবে বিল করা হচ্ছে। নিগমের কর্মীরাও সেই ভাবে বিল সংগ্রহ করছে।
প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল বিদ্যুৎ দপ্তরের অফিসটি। পরবর্তী সময় গ্রাহকদের বুঝানোর পর ক্ষুব্ধ গ্রাহকরা শান্ত হয়। এবং পুনরায় বিল জমা করার কাজ শুরু হয়। গ্রাহকরা বিল দিতে এসে অভিযোগ করেন মার্চ মাস থেকে লকডাউন শুরু হয়েছে, তিন মাস বিদ্যুৎ দপ্তর থেকে কোন বিল দেওয়া হয়নি। তবুও অফিসে বসেই বিদ্যুৎ দপ্তর বিল করে নিয়েছে।