Marriage: রাজকীয় মর্যাদা ত্যাগ করে কলেজের সহপাঠীকে বিয়ে করতে যাচ্ছেন জাপানি রাজকন্যা মাকো

অনলাইন ডেস্ক, ২৭ সেপ্টেম্বর।। রাজকীয় মর্যাদা ত্যাগ করে কলেজের সহপাঠীকে বিয়ে করতে যাচ্ছেন জাপানি রাজকন্যা মাকো। এ কারণে ১০ লাখ ডলারের বেশি ভাতা পাওয়ার কথা থাকলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন। জাপান টাইমস এ খবর দিয়েছে।

জাপানের বর্তমান সম্রাট নারিহিরোর ভাতিজি মাকো ও কেই কোমুরোর সম্পর্ক নিয়ে বেশ কয়েক বছর ধরে বিতর্ক চলছে।

এ কারণে ২০১৭ সালে তারা বাগদান করলেও বিয়ে পিছিয়ে যায়।

জাপানের নিয়ম অনুসারে, রাজপরিবারের কোনো নারী সাধারণ কাউকে বিয়ে করলে রাজকীয় মর্যাদা ত্যাগ করতে হয়। সঙ্গে এককালীন অর্থ দেওয়া হয়। সেই অর্থ নেবেন না বলে সিদ্ধান্ত জানান প্রিন্সেস মাকো।

মূলত কোমুরোর মা ও তার সাবেক বাগদত্তের সঙ্গে আর্থিক কেলেঙ্কারি নিয়ে বিয়ে পিছিয়ে যায়।

মাকু ও কোমুরো এখন বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। আগামী মাসেই তারা বিয়ে করবেন। কোমুরো যুক্তরাষ্ট্রের একটি ল ফার্মে কাজ করেন। সেখানে থিতু হবেন তারা।

যদি মাকু উপহারের টাকা না নেন, তবে যুদ্ধ-পরবর্তী জাপানে এ ধরনের ঘটনা প্রথম।

মূলত রাজকীয় মর্যাদা রক্ষার জন্যই সাবেক সদস্যদের এ অর্থ দেওয়া হয়। তবে এর পরিমাণ নির্ধারিত নয়। রাজপ্রাসাদের ইকোনমি কাউন্সিল এ বিষয়ে সিদ্ধান্ত নেয়। যেখানে প্রধানমন্ত্রীসহ মোট আট সদস্য থাকে।

এর আগে রাজ পরিবারের কোনো সদস্য ভাতা প্রত্যাখ্যান করেনি। বিষয়টি নিয়ে আইনি বিধান না থাকায় বর্তমানে আলোচনা চলছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?