স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৫ সেপ্টেম্বর।।স্বামীর মৃত্যুর পর স্ত্রীর আত্মহত্যার চেষ্টা। ঘটনার বিবরণে জানা যায় শনিবার গৃহবধূ বাড়ির লোকজনদের অনুপস্থিত সুযোগ নিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
পরবর্তী সময় বাড়িঘরের লোকজন উনার চিৎকার চেঁচামেচি শুনে তড়িঘড়ি বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূর অবস্থা বেগতিক দেখে হাপানিয়া হাসপাতালে রেফার করে।
জানা যায় গৃহবধূর স্বামী সুজিত ঘোষ পেশায় অটোচালক গত ২০ সেপ্টেম্বর নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করে। পরবর্তী সময়ে বাড়িঘরের লোকজন এবং এলাকাবাসী সংবাদমাধ্যমের কাছে অভিযোগ করেন গৃহবধূ খুন করে স্বামীকে নিজ ঘরে ঝুলিয়ে রেখেছে।
অপরদিকে গৃহবধূ সংবাদমাধ্যমের কাছে অভিযোগ করেন উনি ঘরে ঘুমিয়ে ছিলেন ওনার ছেলে এবং মেয়েকে নিয়ে হঠাৎ দেখতে পায় উনার স্বামী উনার কাছ থেকে সরে গিয়ে ঘরের সিলিং এর মধ্যে ওড়না দিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে।
সঙ্গে সঙ্গেই গৃহবধূ উনার স্বামীকে নিজেই ঝুলন্ত অবস্থায় থেকে নামিয়ে নেয়। এরপর থেকে গৃহবধূর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। শনিবার গৃহবধূ ফিনাল খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।
এখন দেখার বিষয় পুলিশ তদন্তে কি বেরিয়ে আসে। আসলে কি গৃহবধূর ওপর শ্বশুরবাড়ির লোকজন মানসিক ভাবে অত্যাচার চালায়, নাকি ইচ্ছাকৃত গৃহবধূ আত্মহত্যা চেষ্টা করে।