স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ সেপ্টেম্বর।। শনিবার রাতে রাজধানীর ফায়ার সার্ভিস চৌমুনীতে সোনার তরী হোটেল এর বারে অভিযোগ, সরকারি নিয়মের বাইরে গিয়ে রাত দশটার পরও সোনার তরী হোটেলে অবৈধভাবে বার খোলা ছিল৷
সেই বারে কিছু উচ্ছৃঙ্খল ছেলে মেয়ে প্রচণ্ড মদের নেশায় নিজেদের মধ্যে ঝামেলা এবং মারপিটে জড়িয়ে পড়ে৷ রাত দশটার পর সোনারতলী হোটেল বারে দুই পক্ষের মারপিটের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পশ্চিম থানার পুলিশ৷
ছুটে যায় সাংবদিকরাও৷ সাংবাদিকদের দেখতে পেয়ে বার কর্তৃপক্ষ তড়িঘড়ি মারপিটে জড়িত ছেলে মেয়েদের হোটেলের বাইরে বের করে দেন৷ ঘটনাস্থলে গিয়ে পশ্চিম থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে৷ এই মারপিটের সময় এক পক্ষ আরেক পক্ষের সঙ্গে থাকা এক যুবতীকে শ্লীলতাহানি করেছে বলেও অভিযোগ৷
এই বিষয়ে পশ্চিম থানায় পুলিশ জানায়, রাত দশটার পর হোটেলের সামনে মারপিটের খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে৷ তবে শ্লীলতাহানির ব্যাপারে লিখিতভাবে কোনো অভিযোগ করা হয়েছে কিনা তা নিয়ে পশ্চিম থানার পুলিশ কিছু জানায়নি৷
এই প্রসঙ্গে আরো উল্লেখ্য, এই সোনার তরী হোটেল থেকে গভীর রাতে মদের আসরে ঝামেলার জের ধরেই বছরখানেক আগে খুন হয়েছিল রাজধানী শহরের এক যুবক৷ প্রতিনিয়ত এই হোটেল বারে বিভিন্ন ধরনের অশালীনতা এবং মারপিটের ঘটনা ঘটে চলছে৷