স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ সেপ্টেম্বর।। রাজ্যে শিক্ষার অনুকূল পরিবেশ গড়ে তুলতে সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে। এজন্য শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও উন্নত শিক্ষা পরিকাঠামো গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়েছে।
আজ রিপস্যাট(আরআইপিএসএটি) আয়োজিত বিশ্ব ফার্মাসিস্ট দিবসে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রিপস্যাটে পোস্ট গ্র্যাজুয়েট কোর্সেরও সূচনা করেন।
এরপর রিপস্যাটের ছাত্রী আবাসের শিলান্যাস ও রিপস্যাট প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ফার্মাসিস্ট মনোরঞ্জন নাহাকে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মানে সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে শিক্ষার অনুকূল পরিবেশ গড়ে তোলার যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে সাফল্য আসছে। বর্তমানে রাজ্যের বাইরে বহু ছাত্রছাত্রী বর্তমানে এই রাজ্যে শিক্ষা গ্রহণে আগ্রহী হচ্ছেন। এক সময়ে রিপস্যাটে ছাত্রছাত্রীর সংখ্যা কম ছিল এখন এই প্রতিষ্ঠানে ভর্তির জন্য অনেকেই ওয়েটিং লিস্টে থাকতে হচ্ছে। সরকারের সঠিক নীতির ফলেই এই সাফল্য এসেছে।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানের প্রচেষ্টা নেওয়া হয়েছে। এই লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গ্রামীণ এলাকায় উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার গড়ে তোলা হচ্ছে। উন্নত স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো গড়ে উঠার সাথে সাথে কাজের সুযোগও সৃষ্টি হচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেন, ছাত্রজীবনে অধ্যয়ন একাগ্রতা ও লক্ষ্য স্থির থাকলে জীবনে সফল হওয়া যায়। আজকের ছাত্রছাত্রীরাই আগামীদিনের ভবিষ্যৎ। এই প্রজন্মের উজ্জ্বল স্বনির্ভর ভবিষ্যতের জন্য সরকার একাধিক ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের বিকাশে প্রধানমন্ত্রীর আন্তরিক দৃষ্টিভঙ্গির ফলে এক নতুন আশার আলো দেখা দিয়েছে।
এরফলেই রিপস্যাটের সাথে উত্তর-পূর্বাঞ্চলের অনেকেই যুক্ত হয়েছেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, টেলি কনসালটেন্সি পরিষেবার মাধ্যমে রাজ্যের সর্বত্র বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে।
দেশের বাইরের চিকিৎসকদেরও কিভাবে এই প্রক্রিয়ার সাথে যুক্ত করা যায় তা গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, রাজ্যে শিক্ষার অনুকূল পরিবেশ গড়ে উঠার ফলে সম্প্রতি ইউপিএসসি-তে সাফল্য অর্জন করেছেন রাজ্যের দুই কৃতি। আগামীদিনেও এই ধারাকে ধরে রাখতে হবে।
অনুষ্ঠানে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, রাজ্যের কোভিড ভ্যাকসিনেশনের সফল বাস্তবায়নে ফার্মাসিস্টদের বিশেষ অবদান রয়েছে। তারা নিজেদের কাজের মধ্যদিয়ে মানুষের ভরসার জায়গা করে নিয়েছেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আগামীদিনে রাজ্যে ঔষধী গাছ রোপণ, সংরক্ষণ ও গবেষণার উপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা। উপস্থিত ছিলেন রিপস্যাটের অধ্যক্ষ শুভাকান্ত দাস ও ত্রিপুরা মেডিক্যাল এডুকেশনের অধিকর্তা চিন্ময় বিশ্বাস প্রমুখ।