Ajoy & Kajol: বলিউডের সুখী দম্পতির অন্যতম অজয় দেবগণ ও কাজল দম্পতি

অনলাইন ডেস্ক, ২৫ সেপ্টেম্বর।। বলিউডের সুখী দম্পতির অন্যতম অজয় দেবগণ ও কাজল দম্পতি। প্রথম সারির এ দুই তারকা অভিনয় ও বিজ্ঞাপন বাবদ কোটি কোটি টাকা দর হাকেন। সে অনুসারে তারা বিপুল অর্থ-সম্পদের মালিক। সেখানে দু-একটা উদাহরণ উল্লেখ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।

মুম্বাইয়ের জুহুতে অজয় ও কাজলের একটি বিলাসবহুল বাংলো রয়েছে। সেখানে দুই সন্তান নাইসা ও যুগকে নিয়ে থাকতেন তারা। কিন্তু নাইসা নাকি পড়াশোনার কারণে দেশের বাইরে থাকেন। সে কারণে আপাতত যুগ থাকে বাবা-মায়ের সঙ্গে।

এই বাংলোর নাম নাকি শিবশক্তি। যার অর্থমূল্য ৬০ কোটি রুপি। আধুনিক আসবাবপত্রে সাজানো এই বাংলোর অন্দরমহল নাকি চোখ ধাঁধানো।

দম্পতির বেশ কয়েকটি গাড়ি রয়েছে। তার মধ্যে একটি অডি কিউ সেভেন। যার মূল্য প্রায় ৯০ লাখ টাকা।

অজয়-কাজলের গ্যারেজে রয়েছে বিএমডব্লিউ এক্স সেভেন এসইউভি। যার দাম নাকি এক কোটি ৬০ লাখ টাকা। কাজলের ব্যবহারের জন্য কালো রঙের একটি ভলভো গাড়ি রয়েছে। তার দাম প্রায় ৯০ লাখ টাকা।

মুম্বাই ছাড়াও অজয়-কাজলের লন্ডনেও একটি বাড়ি রয়েছে। লন্ডনের পার্ক লেনে দম্পতির ওই ফ্ল্যাটের বাজার মূল্য প্রায় ৫৪ কোটি টাকা।

বাড়ি-গাড়ি ছাড়াও কাজলের ওয়ারড্রোবে দামি শাড়িও রয়েছে। ২০১৯ নাগাদ ফ্যাশন ডিজাইনার শিব ও নরেশের ডিজাইনে শাড়ি পরে নিজের ছবি শেয়ার করেছিলেন নায়িকা। সেই শাড়ির দাম নাকি প্রায় ৭০ হাজার টাকা।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?