পিএসজিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জিতল বায়ার্ন মিউনিখ

অনলাইন ডেস্ক, ২৪ আগস্ট।। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি হাসল বায়ার্ন মিউনিখ। কিংসলে কোম্যানের একমাত্র গোলে প্যারিস সাঁ জাঁ-কে হারিয়ে ষষ্টবারের জন্য চ্যাম্পিয়ন্স লিগ জিতল বায়ার্ন মিউনিখ। রিয়াল মাদ্রিদ, এসি মিলান এবং লিভারপুলের পর চতুর্থ দল হিসেবে ৬টি ইউসিএল জয়ের কৃতিত্ব অর্জন করল বায়ার্ন। যাবতীয় অঙ্ক ছিল মুলার-লেওয়ানডোস্কি-গ্ন্যাব্রি ত্রয়ীকে নিয়ে।

আড়াল থেকে নায়ক হয়ে দেখা দিলেন কিংসলে কোম্যান। নেইমার-এমবাপে-ডি মারিয়ার ত্রিফলা আক্রমণ ব্যর্থ করে শেষমেশ লক্ষ্যে পৌঁছে যায় বায়ার্ন মিউনিখ। আরও একবার ইউরোপ চ্যাম্পিয়নের মুকুট মাথায় পরে জার্মান জায়ান্টরা।নেইমারদের প্যারিস সাঁ-জাকে ফাইনাল ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের খেতাব ঘরে তোলে বায়ার্ন মিউনিখ। লিসবনে ম্যাচের দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি করেন কোম্যান।

৫৯ মিনিটে জোশুয়া কিমিখের পাস থেকে গোল করেন কিংসলে। ফাইনালে জয়ের ফলে এই মরশুমে সব টুর্নামেন্ট মিলিয়ে শেষ ৩০টি ম্যাচে অপরিজিত রইল বায়ার্ন । শেষ ২১টি ম্যাচে তারা একটানা জয় তুলে নেয়। বায়ার্ন মিউনিখই চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম দল, যারা সব ম্যাচ জিতে খেতাবের দখল নেয়। এবার চ্যাম্পিয়ন্স লিগের ১১টি ম্যাচেই জয় তুলে নেয় মিউনিখ। সেই সঙ্গে চলতি মরশুমে ট্রফি জয়ের ত্রিমুকুট মাথায় পরেন লেওয়ানডোস্কিরা। বুন্দেশলিগা ও ডিএফবি-পোকালের পর এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে মরশুম শেষ করে বায়ার্ন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?