Shooting: যুক্তরাষ্ট্রের টেনেসিতে সুপারমার্কেটে বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও ১২ জন আহত

অনলাইন ডেস্ক, ২৪ সেপ্টেম্বর।। যুক্তরাষ্ট্রের টেনেসিতে সুপারমার্কেটে বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও ১২ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিবিসি জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে মেমফিস শহরের ৫৬ কিলোমিটার পূর্বে কলিয়েরভিলে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই বন্দুকধারীর লাশ মেলে। তিনি নিজেই নিজের শরীরে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ক্রোগারের মুদি দোকানে এ গুলির ঘটনার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ এসে হাজির হয়। ঘটনার তদন্তে আশপাশের রাজ্যগুলোর পুলিশও সহায়তা করছে।

আহত ১২ জনের মধ্যে একজনের অস্ত্রোপচার লেগেছে, আরেকজন নিবিড় পরিচর্যা ইউনিটে আছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন কলিয়েরভিলের পুলিশপ্রধান ডেল লেন।

সুপারমার্কেটে গুলির ঘটনাকে কলিয়েরভিলের ইতিহাসের সবচেয়ে ‘আতঙ্কজনক ঘটনা’ আখ্যা দিয়ে তিনি বলেন, “আমরা ফ্রিজে, তালা দেওয়া অফিসে লুকিয়ে থাকা মানুষ পেয়েছি। তারা সেটাই করেছেন, যা করতে তারা প্রশিক্ষিত ছিলেন- তারা দৌড় দিয়েছেন, লুকিয়ে থেকেছেন, লড়েছেন। ”

বন্দুকধারীর নাম পরিচয় জানানো হয়নি। হামলায় তাকে আরও কেউ সহায়তা করেছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশপ্রধান।

এ গুলির ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের যোগসাজশের প্রমাণ নেই বলেও তিনি মন্তব্য করেছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর অনামা এক সূত্রের বরাত দিয়ে স্থানীয় রেগ টিভি জানিয়েছে, বন্দুকধারী ওই মুদি দোকানেরই কর্মচারী ছিলেন, যাকে বৃহস্পতিবার চাকরিচ্যুত করা হয়েছিল।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?