স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ আগস্ট।। রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্ত আবারো দুস্থ মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বন্টন শুরু করেছেন।সোমবার রামনগর বিধানসভা এলাকার ভগৎ সিং কলোনিতে ৬ টি ওয়ার্ডের ৫০০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান করেন বিধায়ক সুরজিৎ দত্ত।খাদ্য সামগ্রী প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিধায়ক সুরজিৎ দত্ত জানান তিনি পার্থক্য পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন।
আগামী এক মাসের মধ্যেই ৫লক্ষ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দেবেন বলেও তিনি জানিয়েছেন।শুধুমাত্র রামনগর বিধানসভা এলাকাতেই নয় রাজ্যের বিভিন্ন বিধানসভা এলাকায় তিনি খাদ্য সামগ্রী প্রদান করবেন বলে জানিয়েছেন। বেশ কয়েকটি বিধানসভা এলাকার বিধায়ক এর সঙ্গে তিনি এ বিষয়ে কথা বলেছেন।যাদের সঙ্গে কথা হয়েছে তাদের বিধানসভা এলাকাতেই খাদ্যসামগ্রী বন্টন এর জন্য বিধায়ক সুরজিৎ দত্ত ছুটে যাবেন বলে জানান।
উল্লেখ্য এর আগেও বিধায়ক সুরজিৎ দত্ত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।কেন তার এ ধরনের উদ্যোগ সে বিষয়ে জানতে চাওয়া হলে বিধায়ক সুরজিৎ দত্ত জানান করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে গরিব অংশের মানুষের কাজ ও খাদ্যের সংকট দেখা দিতে পারে।সেই কথা মাথায় রেখে বিধায়ক সুরজিৎ দত্ত নিজের উদ্যোগে গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেছেন। তার এই উদ্যোগ সফল করার জন্য তিনি সকল অংশের মানুষের সহযোগিতা আহ্বান করেছেন।