স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ আগস্ট।। এসএফআই সদর বিভাগীয় কমিটির পক্ষ থেকে সোমবার কৃষ্ণনগর এলাকায় ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এসএফআই সদর বিভাগীয় কমিটির নেতা দীপাঞ্জন সরকার এ বিষয়ে অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন করোণা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে অনেক অভিভাবকই রোজগার হীন হয়ে পড়েছেন। রুটি রোজগার হারিয়ে অনেক পরিবার অসহায় হয়ে পড়েছে।
এই অবস্থায় ছেলেমেয়েদের পঠন-পাঠনের প্রয়োজনীয় সামগ্রীর দোকান দেওয়া অসম্ভব হয়ে উঠেছে।উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে ছাত্র সংগঠন এসএফআই দুস্ত ছাত্র-ছাত্রীদের হাতে খাতা কলম সহ অন্যান্য শিক্ষা সামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে।শুধুমাত্র কৃষ্ণনগর এলাকাতেই নয় রাজ্যের বিভিন্ন স্থানে এসএফআইয়ের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।
রাজ্যে শিক্ষার উপযুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে।এসএফআই শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের স্বার্থ সুরক্ষায় আন্দোলন বজায় রেখেই নিজেদের দায় দায়িত্ব খারাপ করতে চায় না।সামাজিক দায়িত্ববোধের অঙ্গ হিসেবে গরিব ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করার উদ্যোগ গ্রহণ করেছে এসএফআই।