স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ আগস্ট।। অফিস লেনে হর্টিকালচারাল সহ অধিকর্তার অফিসে ডেপুটেশন প্রদান করেছে বাগিচা শ্রমিকরা।সহ অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদানকালে তারা দাবি জানিয়েছে দীর্ঘকাল ধরে তারা রাজভবন, রবীন্দ্র কানন এবং বিভিন্ন মন্ত্রীর আবাসে শ্রমিক হিসেবে কাজ করে চলেছেন।বিগত বামফ্রন্ট সরকারের আমলে এইসব বাগিচা শ্রমিকদের নিযুক্তির বিষয়ে কোন ধরনের নিয়ম নীতি প্রণয়ন করা হয়নি। সরকার পরিবর্তনের পর রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে বিষয়টি আনা হয়েছে।
কিন্তু বর্তমান সরকার ও এখনো পর্যন্ত তাদের নিযুক্তির বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেনি। ফলে বাগিচা শ্রমিকরা চরম হতাশায় ভুগছে।সে কারণেই নিযুক্তির দাবিতে বাকি চা শ্রমিকরা সোমবার হর্টিকালচারে সহ অধিকর্তার অফিসে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে। অবিলম্বে তাদেরকে নিযুক্তির বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করা হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে জানিয়েছে।
ডেপুটেশন কারীরা অভিযোগ করেছে বিগত বামফ্রন্ট সরকারের আমলের তাদের নিযুক্তির বিষয়ে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ না করায় তারা প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার তাদের বিষয় বিবেচনা করবে ফলে তারা জিরা প্রত্যয় ব্যক্ত করেন। এ বিষয়ে তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে।