স্টাফ রিপোর্টার, জোলাইবাড়ি, ২২ সেপ্টেম্বর।। রাজ্য মন্ত্রিসভায় স্থান পেয়ে প্রথম বারের মতো দক্ষিণ জেলা সফরে আসেন মন্ত্রী রাম প্রসাদ পাল৷ বুধবার সকালে পিলাক লজে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী স্কুল অব এডুকেশনের রক্তদান শিবিরের উদ্বোধন করেন তিনি৷
ভাষণে মন্ত্রী বলেন, মন্ত্রিসভায় সব মন্ত্রীকে রাজ্যের সমস্ত জেলায় ঘুরে মানুষের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা শুনার জন্য বলা হয়েছে৷ সে মোতাবেক এই প্রথম দক্ষিণ জেলা সফর৷
তিনি জানান দক্ষিণ জেলা সফর রক্তদানের মত খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠানের মাধ্যমে শুরু করা হয়েছে৷ রক্তদানের মত একটি গুরুত্বপূর্ণ সামাজিক কাজ হাতে নেওয়ার জন্য তিনি উদ্যোক্তাদের প্রশংসা ও করেন৷ মন্ত্রী আরও বলেন রাজনীতিও একধরনের সমাজ সেবা৷ রাজনীতিতে সফল হতে গেলে এই সকল সমাজসেবামূলক কাজ করতে হবে৷
রাজনীতিতে হিংসার কোনো জায়গা নেই৷ ভাষণের ফাঁকে মন্ত্রী নিজের ছোট বেলার সহপাঠী, বর্তমান জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক অমিতাভ চক্রবর্তীকে সকলের সাথে পরিচয় করিয়ে দেন এবং নিজের পুরনো কথা তুলে ধরেন৷
সুকল অব এডুকেশনের এক প্রতিষ্ঠাতা পল্লব ভৌমিক জানান ২০১৬ সালে অল্প সংখ্যক ছাত্র ছাত্রীদের নিয়ে এর পথচলা শুরু হয়েছে৷ বর্তমানে এই সংস্থার সাথে ৭০০ জনের বেশি ছাত্র ছাত্রী যুক্ত আছে৷ তারা প্রত্যেকে বৎসরে কোনো না কোনো সমাজ সেবা মূলক কাজ করে থাকেন৷
বুধবার রক্তদান শিবিরে ৫৭ জন রক্ত দান করেন৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক শংকর রায়, জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রবি নমঃ এ সহ সভাপতি তাপস দত্ত, বি, সি’র চেয়ারম্যান অশোক মগ সহ অন্যান্যরা৷