Tax Payer: করদাতাদের জন্য স্বস্তির খবর, বিস্তারিত জানতে পড়ুন এই প্রতিবেদন

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ সেপ্টেম্বর।। কেন্দ্রীয় সরকার ০১.০৬.২০২১ তারিখে জারি করা ১৯/২০২১-নং বিজ্ঞপ্তির মাধ্যমে জুলাই, ২০১৭ থেকে এপ্রিল, ২০২১ পর্যন্ত সময়কালের রিটার্ন ফর্ম জিএসটিআর-৩বি জমা না করা সংক্রান্ত লেট ফি হ্রাস/মুকুব করে করদাতাদের স্বস্তি প্রদান করেছে৷

যদি উক্ত কর সময়ের রিটার্ন ০১.০৬.২০২১ থেকে ৩১.০৮.২০২১ এর মধ্যে দাখিল করা হয়, এই সুবিধার অন্তিম তারিখ ৩১.০৮.২০২১ থেকে বর্ধিত করে ৩০.১১.২০২১ পর্যন্ত করা হয়েছে৷ রাজ্য সরকারের তরফেও অনুরূপ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷

২. রেজিস্ট্রেশন ক্যানসেলেশন-এর রিভোকেশান আবেদন জমা দেওয়ার সময়সীমা ৩০.০৯.২০২১ পর্যন্ত বর্ধিত করা হয়েছে, যেখানে রেজিস্ট্রেশন বাতিলের রিভোকেশানের জন্য আবেদন জমা দেওয়ার নির্ধারিত তারিখ ছিল ০১.০৩.২০২০ থেকে ৩১.০৮.২০২১ এর মধ্যে৷ এক্সটেনশন শুধুমাত্র সেই ক্ষেত্রে প্রযোজ্য হবে যেখানে সিজিএসটি/টিএসজিএসটি আইনের ধারা ২৯(২)(বি)/২৯(২)(সি) অনুযায়ী রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে৷

৩. কোম্পানি দ্বারা ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট (ডিএসসি) এর পরিবর্তে ইলেক্ট্রনিক ভেরিফিকেশন কোড (ইভিসি) ব্যবহার করে ফর্ম জিএসটিআর-৩বি এবং ফর্ম জিএসটিআর-১/আইএফএফ দাখিল করার সুযোগ ইতিমধ্যেই ২৭.০৪.২০২১ থেকে ৩১.০৮.২০২১ সময়কালের জন্য সক্ষম করা হয়েছে৷ এটি পুনরায় বর্ধিত করা হয়েছে ৩১ অক্টোবর, ২০২১ পর্যন্ত৷

৪. লেট ফি অ্যামনেস্টি স্কিমের অন্তিম তারিখ বাড়ানো এবং রেজিস্ট্রেশান ক্যানসেলেশন -এর রিভোকেশান আবেদন দাখিল করার জন্য সময়সীমা বাড়ানোর একটি বড় সংখ্যক করদাতা উপকৃত হবেন, বিশেষ করে ছোট করদাতাগণ, যারা বিভিন্ন কারণে সময়মতো রিটার্ন দাখিল করতে পারেনি বিশেষত কোভিড-১৯ মহামারি জনিত অসুবিধার জন্য যাদের একই কারণে রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে৷

করদাতাদের অতি সত্ত্বর এই সমস্ত সুযোগ গ্রহণ করতে অনুরোধ করা হচ্ছে৷ চিফ কমিশনার অব স্টেট ট্যাক্স ড. বিশাল কুমার এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?