স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ সেপ্টেম্বর।। দুর্গোৎসবের দিনগুলিতে শহরের প্রধান সড়কগুলিতে সন্ধার পর নো-এন্ট্রি জারি করার পরিবর্তে যান চলাচল কিছুটা স্বাভাবিক রাখতে পারে ট্রাফিক বিভাগে৷
অর্থাৎ পুজোর মধ্যে শহরে ট্রাফিক বিধি মেনে যানবাহন নিয়ে চলাচল করতে পারবেন সাধারণরা৷ তবে বড় পূজা মণ্ডপ এবং জনবহুল স্থানে ঢুকতে হলে প্রয়োজন পড়বে বিশেষ পূজা ভেহিক্যাল পাসের৷ রাজ্য পুলিশের ট্রাফিক দপ্তরে থেকে ইতিমধ্যেই এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে৷
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত বছরের ন্যায় এবারও শহরের ভিতরে বড় পূজাগুলি এবং সংলগ্ণ স্থান ছাড়া শহরের প্রধান রাস্তাগুলিতে পরিস্থিতি বিবেচনা করে নিজস্ব যান চলাচলে কোন বিধিনিষেধ থাকাবে না৷
এই বিষয়ে ট্রাফিক পুলিশের একজন আধিকারিক বলেন গতবছরে কোভিডের জন্য শহরে ভিড় তেমন হয়নি৷ সেই বছর শহরে প্রবেশের ক্ষেত্রে নো এন্ট্রি লাগানো থাকলেও শহর ফাঁকা ছিল বলে ব্যক্তিগত যান চলাচলে কোন অসুবিধা হয়নি৷
এবারও পরিস্থিতির নিরিখে তাই হতে পারে৷ কেননা প্রশাসনের তরফে ইতিমধ্যেই উৎসবের মধ্যে ভিড় নিয়ন্ত্রণে রাখতে এবং কোভিড বিধি মানতে ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ পুলিশের বিবরণ, ১৪৪ ধারার মধ্যে পূজার দিন গুলিতে বিধিনিষেধের ক্ষেত্রে শহরে ভিড় কম থাকতে পারে৷
এই জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে চন্দ্রপুর থেকে এডিনগর পর্যন্ত জাতীয় সড়ক ধরে কিংবা বড় রাস্তাগুলি ধরে ব্যক্তিগত যান চলাচলে বাধা দেওয়া হবে না৷ তবে ভিড় হঠাৎ বেড়ে গেলে পরিস্থিতি নিরিখে এই সিদ্ধান্ত বিবেচনা করা হবে৷
তাছাড়া অন্যান্য বছরের ন্যয় এবারও পূজার দিনগুলিতে আপতকালিন পরিষেবার জন্য কোন বিধিনিষেধ থাকবেনা৷ একইভাবে সংবাদ মাধ্যম সহ নির্দিষ্ট কিছু ক্ষেত্রে পূজায় বিশেষ ভেহিক্যাল পাস ইস্যু করা হবে৷